বাসস
  ১২ জানুয়ারি ২০২৪, ১৪:২৯

হাসারাঙ্গার রাজকীয় প্রত্যাবর্তনে সিরিজ জিতলো শ্রীলংকা

কলম্বো, ১২ জানুয়ারি ২০২৪ (বাসস) : ইনজুরি কাটিয়ে ৬ মাস পার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই গতরাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৯ রানে ৭ উইকেট  নিয়েছেন  শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজের শেষ ম্যাচে শ্রীলংকা বৃষ্টি আইনে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও, দ্বিতীয় ম্যাচ ২ উইকেটে জিতেছিলো শ্রীলংকা। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো লংকানরা।
সিরিজ হার এড়ানোর লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দু’দফা বৃষ্টির কারনে ম্যাচটি ২৭ ওভারে নামিয়ে আনা হয়। প্রথম দফায় যখন বৃষ্টি নামে তখন কোন উইকেট না হারিয়ে ৭ দশমিক ৪ ওভারে ৪০ রান তুলেছিলো জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।
বৃষ্টি শেষে খেলা শুরু হলে হাসারাঙ্গার ঘুর্ণিতে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ১১ দশমিক ৫ ওভার শেষে  দ্বিতীয় দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ৪৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩ উইকেটই নেন হাসারঙ্গা।
পরবর্তীতে আবারও খেলা শুরু হলে হাসারাঙ্গার তোপে ২২ দশমিক ৫ ওভারে ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে জয়লর্ড গাম্বি ২৯, তাকুজাওয়ানাশে কাইতানো ১৭, লুক জঙ্গি ১৪ ও ওয়েলিংটন মাসাকাদজা ১১ রান করেন। ৫ দশমিক ৫ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন হাসারাঙ্গা। ৪৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিলেন হাসারাঙ্গা।
৯৭ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। খালি হাতে ফিরেন আবিষ্কা ফার্নান্দো। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন শেভন ড্যানিয়েল ও অধিনায়ক কুশল মেন্ডিস। ১২ রান করে দ্বিতীয় ব্যাটার হিসেবে ড্যানিয়েল আউট হলে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে শ্রীলংকার জয় নিশ্চিত করেন মেন্ডিস।
৯টি চার ও ১টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৬৬ রান করেন মেন্ডিস। ১৪ রানে অপরাজিত থাকেন সামারাবিক্রমা। ম্যাচ সেরা হন হাসারাঙ্গা ও সিরিজ সেরা পুরস্কার জিতেন জানিথ লিয়েনাগে।
আগামী ১৪ জানুয়ারি থেকে একই ভেন্যুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।