শিরোনাম
অকল্যান্ড, ১২ জানুয়ারি, ২০২৪ (বাসস) : করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে এ কথা জানা হয়েছে।
করোনা পজিটিভ হওয়ার পর স্যান্টনার অকল্যান্ডের টিম হোটেলে আইসোলেশনে আছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও এনজেডসির পক্ষ থেকে জানানো হয়েছে। এনজেডসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন স্যান্টনার। সামনের দিনগুলোতে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং হ্যামিল্টনে একাই যাবেন স্যান্টনার।’
হ্যামিল্টনে ১৪ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ঐ ম্যাচে তার খেলার বিষয়ে কিছুই নিশ্চিত করে জানায়নি নিউজিল্যান্ড।