শিরোনাম
ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৪ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দশম আসরের উদ্বোধনী ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিক করলেন দুর্দান্ত ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। এরমধ্যে বাংলাদেশি চারজন, পাকিস্তানের দু’জন ও ওয়েস্ট ইন্ডিজের একজন বোলার হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা কুমিল্লা ইনিংসে নিজের প্রথম তিন ওভারে ১৫ রান দিয়ে উইকেট শূণ্য ছিলেন শরিফুল। ইনিংসে শেষ ওভারে চতুর্থবারের মত আক্রমনে এলে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মারেন কুমিল্লার পাকিস্তানী ব্যাটার খুশদিল শাহ।
এরপর ওভারের চতুর্থ বলে খুশদিলকে, পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজকে ও ষষ্ঠ ডেলিভারিতে মাহিদুল ইসলাম অঙ্কনকে শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন শরিফুল। হ্যাটট্রিকের গড়া ম্যাচে শরিফুলের বোলিং ফিগার ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট।
বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন পাকিস্তানের মোহাম্মদ সামি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন দুরন্ত রাজশাহীর সামি।
বিপিএলের হ্যাটট্রিক :
মোহাম্মদ সামি (পাকিস্তান) দুরন্ত রাজশাহী, বিপক্ষ-ঢাকা গ্ল্যাডিয়েটর্স, সাল ২০১২
আল আমিন হোসেন (বাংলাদেশ) বরিশাল বুলস, বিপক্ষ- সিলেট সুপার স্টারস, সাল-২০১৫
আলিস ইসলাম (বাংলাদেশ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- রংপুর রাইডার্স, সাল-২০১৯
ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) কুমিল্লা ভিক্টোরিয়ানস, বিপক্ষ- খুলনা টাইটানস, সাল-২০১৯
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- চিটাগং ভাইকিংস, সাল-২০১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বিপক্ষ- সিলেট সানরাইজার্স, সাল-২০২২
শরিফুল ইসলাম (বাংলাদেশ) দুর্দান্ত ঢাকা, বিপক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়ানস, সাল-২০২৪