বাসস
  ২০ জানুয়ারি ২০২৪, ১৪:৩২
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৪:৪৩

ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৪ (বাসস) : অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ যুব দল। 
২০২০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। 
গেল মাসে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ। এবার বিশ^কাপ জয়ের মিশনে আত্মবিশ^াসী তারা। 
বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। 
বাংলাদেশ এাকদশ : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।