বাসস
  ২৪ জানুয়ারি ২০২৪, ২০:৩৩
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২০:৩৮

১১ বছর পর বিগ ব্যাশে শিরোপা জিতলো ব্রিজবেন হিট

সিডনি, ২৪ জানুয়ারি ২০২৪ (বাসস/ওয়েবসাইট) : দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট  টুর্নামেন্ট বিগ ব্যাশ লীগের(বিবিএল) শিরোপা জিতেছে  ব্রিজবেন হিট। 
১৩তম আসরের ফাইনালে আজ  ব্রিজবেন ৫৪ রানে হারিয়েছে সিডনি সিক্সার্সকে। এর আগে  ২০১৩ সালে দ্বিতীয় আসরে পার্থ র্স্কচার্সকে ৩৪ রানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো ব্রিজবেন। 
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার জশ ব্রাউনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে ব্রিজবেন। ব্রাউন ৩৮ বলে ৫৩ এবং ম্যাট রেনশ ৪০ রান করেন। সিডনির সিন অ্যাবট ৩২ রানে ৪ উইকেট নেন। 
জবাবে ব্রিজবেনের বোলারদের তোপে ১৫ বল বাকী থাকতে ১১২ রানে অলআউট হয় সিডনি। দলের পক্ষে অধিনায়ক মইসেস হেনরিকস সর্বোচ্চ ২৫ ও জশ ফিলিপস ২৩ রান করেন। ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ব্রিজবেন পেসার স্পেনসার জনসন।