বাসস
  ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬

দুই ভাইয়ের গোলে বার্সেলোনাকে বিদায় করে কোপা ডেল রে’র সেমিফাইনালে বিলবাও

বিলবাও (স্পেন), ২৫ জানুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : দুই ভাই ইনাকি ও নিকো উইলিয়ামসের অতিরিক্ত সময়ের দুই গোলে বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে  পরাজিত করে কোপা ডেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে এ্যাথলেটিক বিলবাও। ক্লাবকে সহযোগিতা করতে আফ্রিকান নেশন্স কাপ থেকে উড়ে এসে কাল মাঠে নেমেছিলেন ইনাকি উইলিয়ামস।
ঘানার এই ফরোয়ার্ড সোমবারও ঘানার হয়ে খেলেছেন। এরপর স্প্যানিশ চ্যাম্পিয়নদের মোকাবেলায় বিলবাওতে এসে যোগ দেন। এই পরাজয়ে বার্সা কোচ জাভি হার্নান্দেজের উপর চাপ আরো বাড়লো। 
ঘরের মাঠে প্রথম মিনিটেই গোরকা গুরুজেতার গোলে এগিয়ে গিয়েছিল বিলবাও। কিন্তু রবার্ট লিওয়ানদোস্কি ও ১৬ বছর বয়সী উঠতি তারকা লামিন ইয়ামালের গোলে ২-১ ব্যবধানের লিড নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে ওইহান সানশের গোলে সমতায় ফিরে এ্যাথলেটিক বিলবাও। ফলাফল নির্ধারনে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। বদলী খেলোয়াড় ইনাকি উইলিয়ামস প্রথমে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর তার ভাই নিকো উইলিয়ামস দারুন এক গোলে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন। লড়াকু পারফরমেন্স সত্তেও এই পরাজয়ে কোনভাবেই মেনে নিতে পারছে না বার্সা। জাভি স্বীকার করেছেন ম্যাচে মনোযোগের অভাব ছিল, ব্যক্তিগত কিছু ভুল ছিল। যে ভুলগুলো কমিয়ে আনার চেস্টা করা হয়নি।
জাভি আরো জানিয়েছেন পরাজয় সত্তেও তিনি শান্ত আছেন এবং এখনো বার্সেলোনাকে নিয়ে তিনি আশাবাদী, ‘আমরা এখন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মনোনিবেশ করবো। এখনো দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি আমাদের সামনে টিকে আছে। আজ আমরা যেভাবে খেলেছি সেই ধরনের লড়াই আমরা করতে চাই।’
সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হবার পর জাভি স্বীকার করেছিলেন এবারের মৌসুমে শিরোপার প্রয়োজন আছে বার্সেলোনার। লা লিগায় শীর্ষে থাকা জিরোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা রেকর্ড ৩১ বারের কোপা ডেল রে চ্যাম্পিয়ন কাতালান চ্যাম্পিয়নরা আরো একবার এই টুর্ণামেন্টে হোঁচট খেলো। ২০২০-২১ মৌসুমে সর্বশেষ তারা শিরোপা জিতেছিল। 
সাবেক বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে ও ২৩ বারের চ্যাম্পিয়ন বিলবাও কাল উইলিয়াম ভাতৃদ্বয়ের উজ্জীবিত পারফরমেন্সে দারুন ম্যাচ উপহার দিয়েছে। সান মামেসে মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে বার্সেলোনার আগোছালো রক্ষনভাগকে পাশ কাটিয়ে বিলবাওকে এগিয়ে দেন গুরুজেতা। এবারের মৌসুমে ম্যাচের শুরুতেই গোল হজম করা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার। যদিও জাভির দল কাল দারুনভাবে ম্যাচে ফিরে এসেছিল। ডিফেন্ডার আলেহান্দ্রো বালডে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ২৩ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। তিন মিনিট পর লিওয়ানদোস্কি বার্সেলোনাকে সমতায় ফেরান। ৩২ মিনিটে কোনাকুনি শটে ইয়ামালের জোড়ালো শটে এগিয়ে যায় বার্সা। বিরতির ঠিক আগে ফেরান তোরেসের শট কোনমতে কর্ণারের মাধ্যমে রক্ষা করেন এ্যাথলেটিক গোলরক্ষক জুলেন আজিরেবালা। 
বিরতির পর ম্যাচ শুরুর সাথে সাথে সানশের হেডে সমতায় ফিরে এ্যাথলেটিক। গুরুজেতা এ্যাথলেটিককে প্রায় এগিয়েই দিয়েছিলেন। কিন্ত তার হেড গোলের ঠিকানা খুঁজে পায়নি। আফ্রিকান নেশন্স কাপ ছেড়ে আইভরি কোস্ট থেকে উড়ে আসা ইনাকি উইলিয়ামসের গোলে প্রথম অতিরিক্ত সময়ে স্টপেজ টাইমে এগিয়ে যায় এ্যাথলেটিক। এরপর নিকোর শেষ মুহূর্তের গোলে স্বাগতিকদের দারুন জয় নিশ্চিত হয়। 
এর আগে দিনের শুরুতে আরেক কোয়ার্টার ফাইনালে রিয়াল মায়োর্কা ৩-২ গোলে লা লিগার লিডার জিরোনাকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে।