শিরোনাম
লন্ডন, ২৫ জানুয়ারি ২০২৪ (বাসস) : কুঁচকির অস্ত্রোপচারের কারনে আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড এন্থনি মার্শাল। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইউনাইটেডের মেডিকেল স্টাফদের সাথে আলোচনা করেই মার্শাল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে।
২০১৫ সালে মোনাকো থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসা মার্শালের এ বছরই হয়তো ইউনাইটেডের সাথে সম্পর্ক শেষ হতে যাচ্ছে। তার সাথে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে জুন পর্যন্ত। ইউনাইটেডর এক বছরের সরাসরি চুক্তির বিষয়টিতে খুব একটা আগ্রহ দেখায়নি। আসন্ন গ্রীষ্মেই তিনি ফ্রি এজেন্টে দল ছাড়তে পারবেন।
গত ৯ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হবার ম্যাচটির পর আর মাঠে নামতে পারেননি মার্শাল। প্রথমে অসুস্থতার কারনে তিনি মাঠের বাইরে চলে যান। এরপর কুঁচকির ইনজুরি দেখা দেয়। এবারের মৌসুমে ১৯ ম্যাচে মাত্র দুই গোল করেছেন। এনিয়ে নবম মৌসুমে সব মিলিয়ে মার্শাল ৩১৭ ম্যাচে ৯০ গোল করেছেন।