শিরোনাম
বেইজিং, ৩১ জানুয়ারি ২০২৪ (বাসস) : আগামী মাসে চায়না সফরে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবল দল।
আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ) এই দুটি ম্যাচের বিষয় নিশ্চিত করেছে। যদিও এএফএ এখনো তারিখ নিশ্চিত করেনি। তবে আগামী ১৮-২৬ মার্চ ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচ অনুষ্ঠানের কথা রয়েছে।
হাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথমে নাইজেরিয়া ও পরে বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে আইভরি কোস্টের মোকাবেলা করবে আর্জেন্টিনা।
আর্জেন্টাইন দলে যদি লিওনেল মেসি অন্তর্ভূক্ত হন তবে রেড বুল এরেনাতে আগামী ২৩ মার্চ নিউ ইয়র্ক বুলসের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে খেলতে পারবেন না। একইসাথে ঘরের মাঠে আগামী ১৬ মার্চ ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি নিয়েও শঙ্কা রয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক দায়িত্বের কারনে মেসির এমএলএস’র বেশ কিছু ম্যাচেই অনুপস্থিত থাকতে হবে। ৩৬ বছর বয়সী মেসির হয়তো ছয়টি ম্যাচ মিস হতে পারে।