বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৪

ম্যাথুজ-চান্ডিমালের জোড়া সেঞ্চুরিতে বড় লিডের পথে শ্রীলংকা

কলম্বো, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমালের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে বড় লিডের পথে স্বাগতিক শ্রীলংকা। প্রথম ইনিংসে আফগানিস্তানের ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪১০ রান করেছে লংকানরা। ৪ উইকেট হাতে নিয়ে ২১২ রানে এগিয়ে লংকানরা। ম্যাথুজ ১৪১ ও চান্ডিমাল ১০৭ রান করেন।  
সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনই আফগানিস্তানকে ১৯৮ রানে অলআউট করে শ্রীলংকা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৮০ রান করেছিলো লংকানরা। ১০ উইকেট হাতে নিয়ে ১১৮ রানে পিছিয়ে ছিলো শ্রীলংকা। দুই ওপেনার নিশান মাধুশকা ৩৬ এবং ও দিমুথ করুনারতেœ ৪২ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন টপ অর্ডারে মাধুশকা ৩৭ ও কুশল মেন্ডিস ১০ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন করুনারতেœ। ১২টি চারে ৭২ বলে ৭৭ রান করেন তিনি।
১৪৮ রানে তৃতীয় উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ২৩২ রানের জুটি গড়েন ম্যাথুজ ও চান্ডিমাল। এই জুটি গড়ার পথে ম্যাথুজ ১৬তম এবং চান্ডিমাল ১৫তম সেঞ্চুরির দেখা পান।
১০টি চার ও ১টি ছক্কায় ১৮১ বলে ১০৭ রানে আউট হন চান্ডিমাল। ১৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ২৫৯ বলে ১৪১ রান করেন ম্যাথুজ।
ম্যাথুজের আউটের পরই দিনের খেলা শেষ হয়। ২১ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক সাদিরা সামারাবিক্রমা।
আফগানিস্তানের নাভেদ জাদরান ও কায়েস আহমাদ ২টি করে উইকেট নেন।