বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪০

টটেনহ্যামকে জিততে দেয়নি এভারটন, শেফিল্ডকে উড়িয়ে দিয়েছে ভিলা

লন্ডন, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : প্রিমিয়ার লিগে ধুকতে থাকা এভারটন শনিবার টটেনহ্যামকে রুখে দিয়েছে। উজ্জীবিত এভারটনের সাথে টেবিলের পঞ্চম স্থানে থাকা স্পার্সরা ২-২ গোলে ড্র করতে বাধ্য হয়েছে। দিনের আরেক ম্যাচে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে এ্যাস্টন ভিলা।
সাবেক এভারটন স্ট্রাইকার রিচার্লিসন জোড়া গোল করেছেন। অথচ ২০২২ আগস্ট থেকে ২০২৩ ডিসেম্বর পর্যন্ত টটেনহ্যাম হয়ে লিগে মাত্র এক গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৪ মিনিটে রিচার্লিসনের গোলে এগিয় যায় টটেনহ্যাম। গুডিসন পর্কে এরপর ৪১ মিনিটে দুর্দান্ত শটে  নিজের দ্বিতীয় গোল পূরণ করেন এই ব্রাজিলিয়ান। ঘরের মাঠে এভারটনের শুরুটা ভাল হয়নি। কিন্তু ম্যাচের গতির বিপরীতে গিয়ে ৩০ মিনিটে কর্ণার থেকে তারা সমতা ফেরায়। কর্ণার থেকে ডোমিনিক কালভার্ট-লুইনের এ্যাসিস্টে জ্যাক হ্যারিসন স্পার্স গোলরক্ষক গুলেইমো ভিকারিওকে পরাস্ত করেন। স্টপেজ টাইমে জেমস গার্নারের ফ্রি-কিকে ব্রান্থওয়েট এভারটনের এক পয়েন্ট নিশ্চিত করেন। 
টটেনহ্যাম বস আনগে পোস্তেকোগ্লু বলেছেন, ‘আরো একবার এটা নিশ্চিত হলো এভারটনের মাঠে খেলা মোটেই সহজ নয়। সবাইকে এই বাস্তবতা স্বীকার করতে হবে। তারপরও বেশীরভাগ সময়ই আমরাই আধিপত্য দেখিয়েছি। যদিও দূর্ভাগ্যবশত: শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাইনি।’
তলানির তৃতীয় দল এভারটন লিগে ছয় ম্যাচে জয়বিহীন রয়েছে। টফিস ম্যানেজার সিন ডায়চে বলেছেন, ‘তিন পয়েন্ট না হলেও আমাদের অন্তত ড্র প্রাপ্য ছিল।’
এদিকে ব্রামাল লেনে তলানি দল শেফিল্ডের বিপক্ষে এ্যাস্টন ভিলা একটু বেশী কঠিন হয়ে উঠেছিল। উনাই এমেরির দল ১২ মিনিটে জন ম্যাকগিনের গোলে এগিয়ে যায়। চার মিনিট পর ডগলাস লুইজের পাস থেকে ওলি ওয়াটকিন্স ব্যবধান দ্বিগুন করেন। ২০ মিনিটে কার্লিং শটে লিও বেইলি ব্যবদান ৩-০ তে নিয়ে যান। ৩০ মিনিটে ইউরি টিয়েলেমানসের জোড়ালো শটে আরো এক পায় ভিলা। ২০১১ সালে বোল্টনের বিপক্ষে চেলসির ম্যাচের পর এই প্রথম প্রিমিয়ার লিগে প্রথম ৩০ মিনিটে কোন দল চার গোল দিল। বিরতির ঠিক পরপরই এ্যালেক্স মোরেনো ভিলার হয়ে পঞ্চম গোলটি করেন। 
লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিলা। 
জেমস পার্কে নিউক্যাসল পিছিয়ে পড়েও দারুন লড়াইয়ের পর লুটনের সাথে ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। সিন লংস্টাফ সাত মিনিটে কিয়েরান টিপ্রিয়ারের ক্রসে পোস্টের খুব কাছ থেকে বল জালে জড়িয়ে নিউক্যাসলকে এগিয়ে দেন। ২১ মিনিটে গাব্রিয়ল ওশো রস বার্কলির ক্রস থেকে লুটনকে সমতায় ফেরান। দুই মিনিট পর লংস্টাফ আবারো নিউক্যাসলকে এগিয়ে দেন। বিরতির পাঁচ মিনিট পর বার্কলি লুটনকে  ম্যাচে ফেরান। ৫৯ মিনিটে ডান বার্নের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেন লুটনের শিয়েডোজি ওগবেনে। ভিএআর লম্বা সময় পরীক্ষা করে লুটনকে পেনাল্টি উপহার দেয়। কার্লটন মোরিস স্পট কিক থেকে গোল করলেও ডিফেন্ডারদের সীমা লঙ্ঘনের কারনে আবারো শটটি নেবার নির্দেশ দেয়া হয়। নার্ভাস মোরিস দ্বিতীয় সুযোগে অবশ্য কোন ভুল করেননি। তিন মিনিট পর লুটনকে আরো এগিয়ে দেন এলিজাহ আদেবায়া। কিন্তু ৬৭ মিনিটে ট্রিপিয়ার নিউক্যাসলকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। ইনজুরি কাটিয়ে সেপ্টেম্বরের পর প্রথমবারের মত খেলতে নামা হাভি বার্নস কোনাকুনি শটে ছয় মিনিট পর নিউক্যাসলকে এক পয়েন্ট উপহার দেন।
নিউক্যাসল বস এডি হাউ বলেছেন, ‘ম্যাচে ফিরে আসার সত্যিকার কৃতিত্ব খেলোয়াড়দের। কারন এটা মোটেই সহজ ছিল না। আমরা কিছু ভাল গোল করেছি, কিন্তু তারপর জিততে পারিনি।’ 
এই ড্রয়ে রেলিগেশন জোন থেকে এক পয়েন্টে উপওে উঠে এসেছে লুটন। নিউক্যাসল রয়েছে নবম স্থানে।
এ্যামেক্স স্টেডিয়ামে ব্রাইটন ৪-১ গেলে ক্রিস্টাল প্যালেসকে বিধ্বস্ত করে ইউরোপীয়ান আসরে খেলার আশা টিকিয়ে রেখেছে। সপ্তম স্থানে থাকা সিগালস লুইস ডাঙ্ক, জ্যাক হিনশেলউপ, ফাকুন্ডো বুনানোত্তের গোলে ৩৪ মিনিটেই ৩-০ ব্যবধানের লিড নিয়েছিল। ৭১ মিনিটে জিন মাতেতা প্যালেসের হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু হুয়াও পেড্রো ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে দলের হয়ে চতুর্থ গোলটি করলে বড় জয় পায় ব্রাইটন। 
টার্ফ মুরে দুই গোলে পিছিয়ে থেকেও ডেভিড ডাট্রো ফোফানার জোড়া গোলে তলানির দ্বিতীয় দল বার্নলি দারুনভাবে লড়াইয়ে ফিরে এসে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।