বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬

ইউরো ২০২৪’র প্রস্তুতি ম্যাচে বসনিয়া ও আইসল্যান্ডের মোকাবেলা করবে ইংল্যান্ড

লন্ডন, ৬ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : ইউরো ২০২৪’এর প্রস্তুতির অংশ হিসেবে বসনিয়া ও হার্জেগোভেনিয়া এবং পরবর্তীতে আইসল্যান্ডের বিপক্ষে জুনে অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৩ জুন নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বসনিয়ার বিপক্ষে ইংল্যান্ড এর আগে কখনই খেলেনি। এরপর ৭ জুন ওয়েম্বলি সফরে আসবে আইসল্যান্ড। 
এই দুই দলই ইউরো ২০২৪’র প্লে-অফের সেমিফাইনালে খেলবে। আগামী মাসে প্লেÑঅফে ইউক্রেনের মোকাবেলা করবে বসনিয়া এবং ইসরায়েলের মোকাবেলা করবে আইসল্যান্ড। ২০১৬ সালের ইউরোর শেষ ষোলর ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছিল আইসল্যান্ড। 
ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট বলেছেন, ‘উত্তরপূর্বাঞ্চলে জাতীয় দলকে ফিরিয়ে আনার ম্যাচটি খেলতে আমরা সবাই মুখিয়ে আছি। একইসাথে ইউরোর আগে এই দুটি ম্যাচ খেলার সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। ওয়েম্বলির স্পেশাল দিনটিও আমরা সবদিক থেকে উপভোগ করতে চাই। জার্মানীতে ইউরো খেলতে যাবার আগে সমর্থকদের কাছ থেকে ভালভাবে বিদায় নিতে চাই।’
আগামী ১৪ জুন মিউনিখে স্কটল্যান্ডের বিপক্ষে স্বাগতিক জার্মানীর ম্যাচের মাধ্যমে ইউরো ২০২৪’র পর্দা উঠবে।