শিরোনাম
লন্ডন, ৭ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে হারের পর চাপে থাকা চেলসি বস মরিসিও পোচেত্তিনো স্বীকার করেছেন তিনি ক্লাব মালিকের কাছ থেকে খুবই ভাল বার্তা পেয়েছেন।
রোববার ঘরের মাঠে উল্ফসের কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে লিগ টেবিলের ১১তম স্থানে নেমে গেছে চেলসি। এর আগে লিভারপুলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্লুজরা।
২০২২ সালের মে মাসে টড বোহলি ক্লাবের দায়িত্ব নেবার পর থেকে ট্রান্সফার মার্কেটে এ পর্যন্ত ১ বিলিয়নেরও ওপর অর্থ ব্যয় করে ফেলেছে স্ট্যামফোর্ড ব্রীজের ক্লাবটি। কিন্তু তার বিপরীতে সমর্থকদের মোটেই সন্তুষ্ট করতে পারেনি দল। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকে শেষ করেছিল তারা। ১৯৯৪ সালের পর যা লিগে চেলসির সর্বনি¤œ অবস্থান। এবারের মৌসুমে পোচেত্তিনোর অধীনে প্রথম মেয়াদে এ পর্যন্ত মাত্র নয়টি লিগ ম্যাচে তারা জয়ী হয়েছে। ৫১ বছর বয়সী পোচেত্তিনোর দল এফএ কাপের চতুর্থ রাউন্ডে এ্যাস্টন ভিলার মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে সাংবাদিকরা চেলসি বসকে প্রশ্ন করেছিল এখনো ক্লাব কর্তৃপক্ষ তার উপর আস্থা রাখছে কিনা, এমন প্রশ্নের জবাবে পোচেত্তিনো বলেছেন, ‘আমি নেতিবাচক কোন কিছু এখনো শুনতে পাইনি। বরং তাদের কাছ থেকে খুবই ভাল বার্তা পেয়েছি। আমরা এখনো সবাই একত্রে আছি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ রাখছেন, স্পোর্টিং ডিরেক্টরের সাথে তো প্রতিদিনই কথা হয়।’
এ মাসের শেষে আবারো লিগ কাপের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। পোচেত্তিনো জানিয়েছেন এই খেলোয়াড়রা সমর্থকদের ভালবাসা দারুনভাবে অনুভব করে। এ কারনে সমর্থকদের কাছে আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন, ‘আমাদের সমর্থকদের সাথে একটি ভাল যোগাযোগ থাকাটা জরুরী। সমর্থকদেরও বুঝতে হবে এখন স্ট্যামফোর্ড ব্রীজের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, এখানকার প্রকল্পও একেবারেই ভিন্ন, সবকিছুই পাল্টে গেছে। অবশ্যই এই যোগাযোগ রক্ষা করা আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাবেরই দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘ক্লাবের প্রতি আমাদের সত্যিকার অর্থেই যে একটি ভালবাসার জায়গা রয়েছে সেটা আমাদের সমর্থকদেরও উপলব্ধি করতে হবে। আমি প্রতিটি ভক্তকে এটুকু অন্তত আশ্বস্ত করতে চাই খেলোয়াড়রা সবসময়ই পারফর্ম করতে চায়, ম্যাচ জিততে চায়। যখন তারা জিততে না পারে তখন খুব বেশী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তারা তাদের দায়িত্ব বুঝতে পারে।’