শিরোনাম
রাজকোট, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি জানান, ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের ভালো সুযোগ আছে আমাদের।
ভারতের বিপক্ষে ২৮ রানের দারুন জয়ে টেস্ট সিরিজ শুরু করেছিলো ইংল্যান্ড। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে হার বরণ করে নেয় ইংলিশরা। ১০৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত।
সিরিজে আবারও এগিয়ে যাবার লক্ষ্যে রাজকোটে তৃতীয় ম্যাচ খেলতে নেমে ৪৩৪ রানের লজ্জার হারের ঢেকুঁর তুলে ইংল্যান্ড। ভারতের কাছে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার স্টোকস-রুটদের। এতে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে ইংল্যান্ড।
পিছিয়ে পড়লেও সিরিজ জয়ের আশা ছাড়েননি ইংল্যান্ড দলপতি স্টোকস। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ ৩-২ ব্যবধানে জয়ের স্বপ্ন বুনেছেন তিনি। স্টোকস বলেন, ‘সব বিষয়েই সবার ধারণা ও মতামত থাকে। ড্রেসিং রুমে সবার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সিরিজে আমরা ২-১ ব্যবধানে পিছিয়ে পড়লেও, ঘুড়ে দাঁড়িয়ে আমাদের সামনে সিরিজ জয়ের দারুন সুযোগ আছে। এ ম্যাচটি ভুলে যেতে চাই এবং আমরা জানি সিরিজ জিততে পরের দুই ম্যাচে জিততে হবে এবং আমরা সেটিই করতে চাই।’
পরপর দুই টেস্টে বড় হারের প্রভাব ইংল্যান্ড দলে পড়বে না বলে জানান স্টোকস, ‘একেবাবেরই পড়বে না। আমাদের ব্যাটিং লাইন-আপ বিশ^ মানের খেলোয়াড়ে পরিপূর্ণ। আমরা তাদের খেলার স্বাধীনতা দিই। ভারতের মাটিতে দু’দলের খেলার পার্থক্য লক্ষণীয় শেষ দুই ম্যাচে তারা যেভাবে চেয়েছে সেভাবেই বোর্ডে রান জড়ো করেছে ভারত। মাঝে মাঝে আমরা এটি করতে পেরেছি। কিন্তু দীর্ঘক্ষন এমনটা করতে পারিনি।’
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড।