বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০

চতুর্থ টেস্টে ভারতীয় দলে নেই বুমরাহ ও রাহুল

রাঁচি, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : পেসার জসপ্রিত বুমরাহ ও ব্যাটার লোকেশ রাহুলকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে স্বাগতিক ভারত।
টেস্টে এক নম্বর বোলার বুমরাহকে বিশ্রাম দেওয়া হলেও, ইনজুরির কারণে টানা তৃতীয় টেস্টে খেলা হবে না রাহুলের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ভারতের জয়ে বড় অবদান রাখেন বুমরাহ। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। বিশাখাপতœমে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ। হায়দারাবাদে প্রথম টেস্টে ৬ ও রাজকোটে তৃতীয় ম্যাচে ২ উইকেট নেন তিনি। কাজের চাপ বিবেচনায় চতুর্থ টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজে এ পর্যন্ত সর্বোচ্চ ১৭ উইকেট নেওয়া বুমরাহকে।   
বুমরাহর বিশ্রামের বিষয়ে বিসিসিআই জানিয়েছে, ‘সিরিজের ব্যপ্তি  এবং সাম্প্রতিক সময়ের ম্যাচ  বিবেচনায়  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রথম টেস্ট চলাকালীন ডান পায়ের ঊরুর পেশির ইনজুরিতে পড়েন রাহুল। এরপর দুই টেস্টে খেলতে পারেননি তিনি। এবার চতুর্থ টেস্ট থেকেও ছিটকে গেলেন এই ব্যাটার। ফিটনেস পরীক্ষায় পাস করলেই ধর্মশালায় পঞ্চম ও শেষ টেস্টে খেলবেন রাহুল।
বুমরাহ’র বিশ্রামে আবার দলে নেওয়া হয়েছে তৃতীয় টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া পেসার মুকেশ কুমারকে।
সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে জয় পায় ইংল্যান্ড। পরের দুই টেস্ট যথাক্রমে- ১০৬ ও ৪৩৪ রানে জিতে নেয় ভারত। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চতুর্থ টেস্ট।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।