বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯

গোঁড়ালির ইনজুরিতে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার জোসেলু

মাদ্রিদ, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন  রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার জোসেলু। এ কারনে এ সপ্তাহে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটিতে তিনি খেলতে পারছেন না বলে  লিগ টেবিলের শীর্ষে থাকা মাদ্রিদ নিশ্চিত করেছে।
যদিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি কতদিন জোসেলুকে মাঠের বাইরে থাকতে হবে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবী অন্তত তিন সপ্তাহ তিনি মাঠে নামতে পারছেন না। 
মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস জোসেলুর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে। এতে দেখা গেছে তার ডান গোঁড়ালির হাড়ে কিছুটা চোট রয়েছে। তার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
গত সপ্তাহে রায়ো ভায়োকানোর সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন জোসেলু। ঐ ম্যাচে অবশ্য তার গোলেই এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। মৌসুমর শুরুত এস্পানিয়ল থেকে আসার পর নিজেকে প্রমান করে চলেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। নিয়মিত ভাবে মূল একাদশে খেলার সুযোগ না পেয়েও এবার সব ধরনের প্রতিযোগিতায় ১৩ গোল করেছেন। 
কার্লো আনচেলত্তির দল এই মুহূর্তে লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে  ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।