শিরোনাম
ঢাকা, ৩ মার্চ ২০২৪ (বাসস) : বাংলাদেশের সাথে অতীতের তিক্ততা ভুলে আগামীকাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজেই মনোনিবেশ করতে চান শ্রীলংকার কোচ ক্রিস সিলভারউড। এই সিরিজ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
২০১৮ সালে শ্রীলংকায় নিদাহাস ট্রফির একটি ম্যাচে দু’দলের বেশ কিছু খেলোয়াড়দের বাকবিতন্ডায় জড়িয়ে পড়া এবং গত বছর ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে সাকিব আল হাসান ‘টাইম আউটে’ অ্যাঞ্জেলো ম্যাথুজকে সাজঘরে ফেরত পাঠানোর ঘটনায় দু’দলের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
সিলভারউড বলেন, ‘ দু’টি ভাল দলের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে বলেই আমি আশে,া করছি। অতীতে যা হয়েছে, সেগুলো আমার কাছে ইতিহাস, ঐসব শেষ হয়ে গেছে। আমি মনে করি, আমাদের যা করতে হবে সেটি হল- আমাদের সামনে যা আছে সেখানে মনোনিবেশ করা এবং মনে রাখতে হবে, আমাদের কি লক্ষ্য আছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাচ্ছি, অবশ্যই বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য আমরা তৈরি হচ্ছি। আমি মনে করি, সব দলই এখন নিজেদের দল চূড়ান্তভাবে সাজাচ্ছে এবং দলগুলো শেষ পর্যন্ত অভিজ্ঞই হয়ে থাকে। আমরা একটি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি এবং এটি খুবই ভাল একটা বিষয় যে ,এ জন্য আমাদের সামনে ভালো সিরিজ আছে। এটি একটি দুর্দান্ত সিরিজ হতে যাচ্ছে। আমি যেমনটা বলেছি, আমি খুবই উত্তেজনাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। দুই দলেই ভালো মানের খেলোয়াড় আছে। আমি মনে করি, এখানে ভাল লড়াই হবে। কিন্তু আমি যেমনটা বলেছি, অতীতে যা হয়েছে সেগুলো ইতিহাস। এখন আমাদের সামনে যা আছে সেগুলোই গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক ধারাবাহিকতা বাংলাদেশের মাটিতেও ধরে রাখতে চান লংকান কোচ সিলভারউড।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি ও ভালো করছি। আশা করছি সেটা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলে বিশ্বকাপে যেতে পারবো। আমরা শ্রীলংকা, আমরা শ্রীলংকানদের মত খেলতে চাই এবং আমরা সেটাই করতে যাচ্ছি।’
দেরিতে হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলা বাংলাদেশকে ফেভারিট হিসেবে মনে করছেন সিলভারউড।
তিনি বলেন, ‘অবশ্যই আমি বলতে চাই, শ্রীলংকাও ফেভারিট হতে পারে। আমি কিন্তু আগেই বলেছি, এই সিরিজ জিততে দু’টি ভালো দল লড়াই করবে। কারণ আমরা সবাই এখন বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। আমরা নিশ্চিত করতে চাই, আমরা সেরা ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি আগেই বলেছি, আমি আশা করি এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
নিষেধাজ্ঞার কারণে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভাকে ছাড়া খেলতে নামবে শ্রীলংকা। সিলভারউড জানান, হাসারাঙ্গাকে ছাড়া মানিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘হাসারাঙ্গাকে ছাড়াই আমাদের দু’টি ম্যাচ খেলতে হবে। নিজের শাস্তি মেনে নিয়েছে হাসারাঙ্গা। আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা দলে থাকা অন্যান্যদের জন্য ভালো খেলার জন্য এটি বড় সুযোগ। পাশাপাশি বিশ্বকাপে সুযোগ করে নেওয়ারও বড় উপায় এবং এটি আমাদের এভাবেই দেখতে হবে।’