শিরোনাম
লন্ডন, ৬ মার্চ ২০২৪ (বাসস/এএফপি) : গত মৌসুমের তুলনায় এবারের আর্সেনাল অনেক বেশী পরিনত। আর সেই ধারাবাহিকতায় একের পর এক ম্যাচে বড় স্কোরের মাধ্যমে তারা ধীরে ধীরে কার্যত শিরোপার পথেই এগিয়ে যাচ্ছে বলে মনে করেন জর্জিনহো।
২০২২/২৩ মৌসুমের প্রায় বেশীরভাগ সময়ই মিকেল আর্তেতার দল প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকলেও ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত টানা তৃতীয়বারের মত শিরোপা নিশ্চিত করে।
২০০৪ সালের পর প্রথমবারের মত ইংলিশ শিরোপা জয়ের লক্ষ্যে আর্সেনাল এ বছর লিগে সাতটি ম্যাচেই জয়ী হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ম্যাচগুলোতে তাদের গোলের অনুপাত ৩১:৩।
সোমবার সর্বশেষ ম্যাচে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছেন তৃতীয় স্থানে থাকা আর্সেনাল। এই মুহূর্তে আর্সেনাল ম্যানচেস্টার সিটির থেকে এক ও লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। মৌসুম শেষ হতে হাতে রয়েছে আর মাত্র ১১ ম্যাচ।
আগামী রোববার সিটিকে আতিথ্য দিবে জার্গেন ক্লপের লিভারপুল, আরেক ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ ধুকতে থাকা ব্রেন্টফোর্ড।
ব্রামাল লেনে দুর্দান্ত পারফরমেন্স দেখানো আর্সেনালের মিডফিল্ডার জর্জিনহো বলেছেন, ‘এই ম্যাচে দলের যে ধরনের শক্তিশালী মানসিকতা প্রকাশ পেয়েছে তাতে আমরা বেশ আত্মবিশ^াসী। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।’
গত মৌসুমের দলটির থেকে এবারের দলের পার্থক্য কি এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘আমি মনে করি পরিপক্কতা। এবার আমরা যেভাবে খেলছি তাতে যেকেউই আমাদের একটি পরিনত দল হিসেবে বিবেচনা করবে।’
প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা তিনটি এ্যাওয়ে ম্যাচে পাঁচ কিংবা তার থেকেও বেশী গোল করার রেকর্ড গড়েছে আর্সেনাল। তাছাড়া কোন এ্যাওয়ে ম্যাচে সবচেয়ে দ্রুততম সময়ে পাঁচ গোল করার কৃতিত্বও দেখিয়েছে। ৩৯ মিনিটে ডিক্লান রাইসের গোলে আর্সেনাল ৫-০ ব্যবধানে এগিয়ে যায়। বেন হোয়াইট দলের হয়ে শেষ গোলটি করেছেন। এর মাধ্যমে ক্লাবের ইতিহাসে আর্সেনাল ১০ হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে।