শিরোনাম
মিউনিখ, ৯ মার্চ ২০২৪ (বাসস/এএফপি) : বায়ার লেভারকুজেনের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও বায়ার্ন মিউনিখ এখনো বুন্দেসলিগা শিরোপা জয়ের স্বপ্ন ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন চাপে থাকা কোচ থমাস টাচেল।
জাভি আলনসোর দল লেভারকুজেন প্রথমবারের মত জার্মান লিগের শিরোপা জয়ের পথে সঠিক স্থানেই রয়েছে। আর সে কারনেই টানা ১২তম বুন্দেসলিগা শিরোপা জয়ের লক্ষ্যপূরণ বায়ার্নের জন্য এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে।
আগামী সপ্তাহে লেভারকুজেন ইউরোপা লিগে খেলবে। বিপরীতে বায়ার্ন বুন্দেসলিগায় তলানির দ্বিতীয় দল মেইঞ্জকে আতিথ্য দিবে। যে কারনে টাচেলের দলের সামনে সুযোগ আছে এই ম্যাচ জিতে লিগ আবহকে আরো একটু উত্তপ্ত করে তোলা। এ সম্পর্কে টাচেল বলেছেন, ‘লেভারকুজেনের বিপক্ষে যুদ্ধ ঘোষনা করা আর নিজেদের স্বপ্ন ছেড়ে দেবার মধ্য পার্থক্য রয়েছে। বাস্তবতা হচ্ছে পার্থক্যটা অনেক বড়। আমাদের অবশ্যই জয়ী হতে হবে। লেভারকুজেনকে নিয়ে ভাবার সময় নেই। আমরা নিজেদের ভুলেই এই অবস্থানে এসেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা লিগের আশা ছেড়ে দিয়েছি।’
মঙ্গলবার ল্যাজিওকে ৩-০ গেলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন। টাচেল বলেন, ‘অবশ্যই এই ফলাফল সাহস ও বাড়তি আত্মবিশ^াস যুগিয়েছে। আশা করছি আরো কিছু ম্যাচ জিততে পারবো।’