শিরোনাম
রিয়াদ, ১২ মার্চ ২০২৪ (বাসস/এএফপি) : আল আইনের কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসর। অতিরিক্ত সমেয় রোনাল্ডোর গোলও আল নাসরকে রক্ষা করতে পারেনি।
৩৯ বছর বয়সী পর্তুগীজ সুপারস্টার আল নাসরের একমাত্র খেলোয়াড় হিসেবে শ্যুটআউটে গোল করতে পেরেছেন। পেনাল্টিতে আল আইন ৩-১ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ৪-৪ ব্যবধানে শেষ হবার পর এ্যাওয়ে গোলের সুবিধায় সেমিফাইনাল নিশ্চিত করেছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রোনাল্ডোর জন্য এটি একটি হতাশাজনক রাত ছিল। রিয়াদের ম্যাচটিতে নিয়মিত সময় মাত্র তিন গজ দুর থেকে সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো। সংযুক্ত আরব আমিরাতে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল আল নাসর। গতকাল অতিরিক্ত সময়ে ১১৮ মিনিটে রোনাল্ডোর গোলে ম্যাচটি টাই ব্রেকারে গড়ায়। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে তিনি গোল করে স্বাগতিকরা ম্যাচে সমতা ফেরায়। ফলাফল নিষ্পত্তির জন্য টাই ব্রেকারের প্রয়োজন হয়। এর আগে ৯৮ মিনিটে আয়মান ইয়াহিয়া লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে বাকি সময়টা আল নাসরকে একজন কম নিয়ে খেলতে হয়েছে।
কিন্তু স্বাগতিকরা তাদের চারটি শটের মধ্যে তিনটিই গোল করতে ব্যর্থ হয়। আর এতেই এশিয়ান সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় আল আইনের শেষ চার নিশ্চিত হয়।
আরেক সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডর ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার এ্যালেক্স টেলেসও আল নাসরের হয়ে পেনাল্টিতে গোল করতে পারেননি।