বাসস
  ১৩ মার্চ ২০২৪, ১৪:৫৮

ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম, ১৩ মার্চ ২০২৪ (বাসস) : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। 
তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে সুযোগ হয়নি বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। পেস আক্রমনে আছেন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। স্পিনার হিসেবে রাখা হয়েছে- মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে। 
সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টিতে জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ওয়ানডের আগে এই সফরে শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলংকা একাদশ : কুশল মেন্ডিস (অধিনায়ক), আবিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।