শিরোনাম
প্যারিস, ১৮ মার্চ ২০২৪ (বাসস/এএফপি) : কিলিয়ান এমবাপ্পেকে যেন থামানোই যাচ্ছেনা। কাল পিএসজির হয়ে হ্যাট্রিক করেছেন এই ফরাসি অধিনায়ক। আর এতেই লিগ ওয়ানে মন্টেপিলিয়ারকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে লিগ ওয়ানের শীর্ষ স্থান ধরে রেখেছে প্যারিসের জায়ান্টরা। এ্যাওয়ে ম্যাচটিতে ভিটিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের মাঝামাঝিতে এমবাপ্পে ব্যবধান দ্বিগুন করেন। কিন্তু বিরতির আগে আরনাড নরডিন ও তেজি সাভানিয়ারের পেনাল্টির গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। কিন্তু এরপর আর পিএসজিকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বিরতির পরপরই আবারো এমবাপ্পের গোলে এগিয়ে যায় সফরকারীরা। লি ক্যাং-ইনের সাফল্যে চতুর্থ গোল পায় পিএসজি। এরপর এমবাপ্পে হ্যাট্রিক পূরণ করেন। ম্যাচের শেষ ভাগে নুনো মেনডেস আরো এক গোল দিয়েছেন। এর মাধ্যমে লুইস এনরিকের দল লিগ ওয়ানে টানা তিন ম্যাচে ড্রয়ের ধারা থেকে বেরিয়ে এলো। সেপ্টেম্বরের পর থেকে লিগে এখনো অপরাজিত রয়েছে পিএসজি।
পিএসজির নিকটতম চ্যালেঞ্জার্স ব্রেস্ট লিলির সাথে ১-১ গোলে ড্র করায় লিগ টেবিলে ১২ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুত করেছে প্যারিসের জায়ান্টরা। মৌসুম শেষ হতে আর মাত্র আট ম্যাচ বাকি রয়েছে। গত ১২ মৌসুমে এটি পিএসজির ১০ম শিরোপা হবে।
ফেব্রুয়ারিতে মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর কালই প্রথমবারের মত লিগে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। মৌসুমে এটি তার তৃতীয় হ্যাট্রিক। এবারের মৌসুমে লিগে ২৪ ও সব মিলিয়ে ৩৮ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।
এনরিকে বলেছেন, ‘এমবাপ্পে সত্যিই বিশেষ এক খেলোয়াড়। যতটা সম্ভব আমরা তাকে কাজে লাগাতে চাই। যতক্ষন তাকে পাবো সেই সময়টা ধরে রাখতে চাই। যখন সে থাকবে না তখনো যাতে আমরা ধারাবাকিহতা ধরে রাখতে পারি সেই চেস্টাও এখন থেকেই করতে হবে।’
কাল ম্যাচে একমাত্র ব্যর্থতা ছিল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাবার পর বিরতির আগে প্রতিপক্ষকে সমতার সুযোগ করে দেয়া। বিশেষ করে ডানিলো পেরেইরার শর্ট ব্যাক পাস থেকে টানড়াই কোলিবালিকে ফাউল করে পেনাল্টি উপহার দিয়েছেন পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা, অযথা এই ফাউলে ডোনারুমাকে হলুদ কার্ডও দেখতে হয়েছে।
এই পরাজয়ে রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে রয়েছে মন্টিপিলিয়ার।
আরেক ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ খেলার লড়াইয়ে থাকা দুই দল লিলি ও ব্রেস্ট কেউ কাউকে পরাস্ত করতে পারেনি। কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডের দুর্দান্ত গোলে লিলি এগিয় যায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে গোল উপহার দেন ডেভিড। সব ধরনের প্রতিযোগিতায় এটি ডেভিডের ২২তম গোল। শেষ ৯টি লিগ ওয়ান ম্যাচে ২৪ বছর বয়সী ডেভিড ১০ গোল করেছেন। লিগে তিনি ১৫ গোল করেছেন। এ পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার চেয়ে শুধুমাত্র এমবাপ্পে এগিয়ে রয়েছেন।
যদিও তার এই গোল দলের জয়ের জন্য যথেষ্ট ছিলনা। ৭৯ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার মার্টিন সাট্রিয়ানোর গোলে ব্রেস্ট সমতায় ফিরে। এই ড্রয়ে এখনো দ্বিতীয় স্থানেই রয়েছে ব্রেস্ট।
ঘরের মাঠে লোরিয়েন্টকে হারাতে পারলে ব্রেস্টকে ছাড়িয়ে উপরে ওঠার সুযোগ ছিল মোনাকোর সামনে। কিন্তু ২-২ গোলের ড্রয়ে তাদের কপাল পুড়েছে। ৯৫ মিনিটে ধুকতে থাকা লোরিয়েন্টের হয়ে সমতাসূচক গোলটি করেনে টিমোয়ে বাকাইয়োকো।
লিলির থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের তৃতীয় স্থানেই রয়েছে মোনাকো। লিগের শীর্ষ তিন দল সরাসরি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জণ করবে। চতুর্থ দল তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ পাবে।
দিনের আরেক ম্যাচে মার্সেইকে ২-০ গোলে পরাজিত করে ইউরোপে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে রেনে। দুই দলই এখন ইউরোপীয়ান শেষ স্থানটির থেকে তিন পয়েন্ট দুরে রয়েছে।