বাসস
  ২১ মার্চ ২০২৪, ১৫:১৯

জাপানীজ ডিফেন্ডার টোমিইয়াসুর সাথে আর্সেনালের চুক্তি নবায়ন

লন্ডন, ২১ মার্চ ২০২৪ (বাসস) : আর্সেনালের সাথে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন জাপানী    ডিফেন্ডার তাকেহিরো টোমিইয়াসু।
২৫ বছর বয়সী এই জাপানীজ আন্তর্জাতিক খেলোয়াড় নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামেই থাকছেন। আগামী বছর তার সাথে আর্সেনালের চুক্তি শেষ হবার কথা ছিল। 
২০২১ সালে বোলোনিয়া থেকে লন্ডনে আসার পর গানার্সদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৭৩ ম্যাচ খেলেছেন তোমিইয়াসু। 
আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা বলেছেন, ‘ টমির স্বাভাবিক ক্ষমতা ও শক্তির সাথে মানসিকতা, মনোভাব ও মূল্যবোধগুলি  দুর্দান্ত। এ কারনে টমিকে দলের সবাই পছন্দ করে। আর্সেনালে আসার পর থেকে মূল দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। যে ধরনের আকাঙ্খা ও প্রতিশ্রুতি নিয়ে সে অনুশীলন করে তাতে প্রতিদিনই তার প্রতি আগ্রহ বাড়ছে।’
এবারের আসরে সব ধরনের প্রতিযোগিতায় টোমিইয়াসু আর্সেনালের হয়ে ২০ ম্যাচ খেলেছেন। অক্টোবরে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে ৫-০ গোলের জয়ের ম্যাচে তিনি প্রথম গোল দিয়েছিলেন। 
২৮ ম্যাচ পর লিভারপুলের সাথে সমান ৬৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। মৌসুম শেষ হতে আর মাত্র ১০ ম্যাচ বাকি আছে। ২০০৪ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ে মুখিয়ে আছে গানার্সরা। 
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল আগামী মাসে বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে।ন