শিরোনাম
ঢাকা, ২১ মার্চ, ২০২৪ (বাসস): ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপে নিজ দলের ভাল কিছু সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
নবম স্থানে থেকে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের শেষ দুই চক্র শেষ করেছিল টাইগাররা। চলতি চক্রে গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে এক ম্যাচে পরাজিত করেছে বাংলাদেশ। এর আগে এক টেস্টের সিরিজে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে পরাজিত করে টাইগাররা। অবশ্য এ দুটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ নয়। বাংলাদেশ এখন শ্রীলংকা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে এবং হাথুরুর বিশ^াস সফরকারী দলের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ জয়ের সক্ষমতা তার শিষ্যদের রয়েছে।
আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের আগে আজ হাথুরু বলেন, ‘বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের এই চক্রে আমাদের প্রত্যাশাটা বড়। ইতোমধ্যেই আমরা নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছি। ঘরের মাঠে অধিকাংশ ম্যাচ জিততে পারলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশীপে আমাদের ভাল অবস্থানে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আমাদের সামনে দেশের বাইরে উপরের সারির কিছু দলের কয়েকটি সিরিজ আছে, যা সত্যিই চ্যালেঞ্জিং হবে।’
‘শ্রীলংকা একটি শক্তিশালী, অভিজ্ঞ দল। এ সিরিজটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তবে আমরা প্রস্তুত।’
বাংলাদেশ দলের জন্য দু:সংবাদ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পড়া আঙ্গুলের ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
মুশফিকের জায়গায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন ইতোমধ্যেই সাদা বলে নিজকে প্রতিষ্ঠিত করা তাওহিদ হৃদয়।
হাথুরু বলেন, অবশ্যই মুশিফিকের অভিজ্ঞতা বেশ ভালভাবেই আমরা টের পাব তবে সুযোগ কাজে লাগানোর জন্য আমরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেব।
তিনি বলেন, ‘আমরা মুশফিকের অভিজ্ঞতা মিস করবো। সে খুব ভাল ফর্মে আছে। সরাসরি তার মতো অভিজ্ঞতা সম্পন্ন কারো বিকল্প পাওয়াটা কঠিন। আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছি। দলে সুযোগ পেয়েছে হৃদয়। এছাড়াও আমাদের দলে আগেই জায়গা পেয়েছে শাহাদাত হোসেন দিপু এবং সাদমান ইসলাম। বেশ কিছু দিন যাবতই তারা টেস্ট দলে আছে। এত কয়জন তরুণ খেলোয়াড়কে দলে পাওয়াটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক্সাইটিং ব্যপার। আমি তাদেরকে প্রতিটি সুযোগ কাজে লাগাতে বলবো।’
অন্যদিকে শ্রীলংকান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার বিশ^াস বাংলাদেশের মাটিতে জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে তার দল।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট সিরিজ জয় এবং এ জন্য আমরা প্রস্তুত। ’
অভিজ্ঞতার কারণে তার দল বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে জানিয়ে শ্রীলংকান অধিনায়ক আরো বলেন, ‘ক্রিকেটের যেকোন ফর্মেটে অভিজ্ঞতা একটি বিষয়। আমাদের দলে এ্যাঞ্জেলো ম্যাথুজ, দিমুথ করুনারতেœ এবং দিনেশ চান্ডিমালের মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। সব মিলিয়ে আমরা একটি ভাল দল।’