শিরোনাম
ঢাকা, ২১ মার্চ, ২০২৪ (বাসস): ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ মাশরাফির নৈপুন্যে লিজেন্ডস অব রুপগঞ্জ ৬ উইকেটে হারিয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্সকে। ১৯ রানে ৫ উইকেট নিয়ে রুপগঞ্জের জয়ে বড় অবদান রাখেন মাশরাফি।
লিগে টানা চতুর্থ জয় পেয়েছে লিজেন্ডস। দলের প্রথম তিন ম্যাচে খেলেননি মাশরাফি। মূলত রাজনৈতিক ব্যস্ততার কারণেই এ বছর ডিপিএলে মাশরাফির খেলা নিয়ে সন্দেহ ছিল।
প্রথম তিন ম্যাচে লিজেন্ডসের নেতৃত্ব দেয়া মোমিনুল হক শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেরতে জাতীয় দলে যোগ দেওয়ায় অধিনায়কের পদটি শুন্য হয়।
এমন অবস্থায় খেলার সিদ্ধান্ত নেন মাশরাফ্রি এবং নিজের প্রথম ম্যাচে ইতিহাস সৃস্টি করেন।
প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফির পাঁচ উইকেট শিকারে ৩৫.৪ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় গাজি গ্রুপ। এ ছাড়া আব্দুল হালিম নেন ২ উইকেট।
জবাবে ৪ উইকেট হারিয়ে ২৮ ওভারেই ১৩৭ রান তুলে জয় নিশ্চিত করে রিজেন্ডস। তিনটি চার ও চারটি ছক্কায় দলের পক্ষে নর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন চৌধুরি মো. রিজওয়ান।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টং ক্লাব। নিজেদের তৃতীয় জয়ের ম্যাচে মোহামেডান ৪ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিংকে।
এছাড়া ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুর ৭৩ রানে হারিয়েছে গাজি টায়ার্স ক্রিকেট একাডেমীকে।