বাসস
  ২২ মার্চ ২০২৪, ১২:৫০
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৩:০২

খালেদের বোলিং নৈপুন্যে প্রথম সেশন বাংলাদেশের

সিলেট, ২২ মার্চ ২০২৪ (বাসস) : পেসার খালেদ আহমেদের বোলিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়েছে  বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা শ্রীলংকা প্রথম সেশন শেষে ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রান করেছে। খালেদ ২৩ রানে ৩ উইকেট নেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ে নেমে খালেদ তোপে পড়ে ৪১ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার নিশান মাদুশকাকে (২) ও দিমুথ করুনারতœকে (১৭) এবং তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে (১৬) ফেরান  খালেদ।
খালেদ তোপের পর অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫ রানে রান আউট এবং দিনেশ চান্ডিমালকে ৯ রানে ফেরান  আরেক পেসার শরিফুল ইসলাম। এতে ৫৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা।
এরপর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যান  তারা। ধনাঞ্জয়া ২৫ ও কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের খালেদ ২৩ রানে ৩টি ও শরিফুল ৩৪ রানে ১টি উইকেট নেন। অভিষেক টেস্ট খেলতে নামা পেসার নাহিদ রানা ৬ ওভারে ৩১ রান দিলেও, এখনও উইকেটের দেখা পাননি।