বাসস
  ২৩ মার্চ ২০২৪, ১৪:৪৩

প্রীতি ম্যাচ: মেসিকে ছাড়াই এল সালভাদোরের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়

নিউ ইয়র্ক, ২৩ মার্চ ২০২৪ (বাসস/এএফপি) : অধিনায়ক লিওনের মেসিকে ছাড়াই ফিলডেলফিয়ায় এল সালভাদরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে কোপা আমেরিকার প্রস্তুতিটাও ভালভাবেই সেড়ে নিয়েছে বিশ^ চ্যাম্পিয়নরা।
ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ১৬ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ৪২ মিনিটে এনজো ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুন করেন। ৫২ মিনিটে গিওভানি লো সেলসো আরো এক গোল উপহার দেন।
হ্যামস্ট্রিং ইনজুরির কারনে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি শুক্রবারের ম্যাচ ছাড়াও আগামী সপ্তাহে  কোস্টা রিকার বিপক্ষে আরেক প্রীতি ম্যাচেও খেলতে পারছেন না। এ মাসের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মিয়ামির ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন মেসি।
ফিলাডেলফিয়ায় প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় বছরের প্রথম প্রীতি ম্যাচে সহজ জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে টানা ২১ ম্যাচে জয়বিহীন থাকতে হলো এল সালভাদরকে।
স্প্যানিশ কোচ ডেভিড ডোনিগার অধীনে খেলতে নামা এল সালভাদর  শুরু থেকেই আর্জেন্টিনার বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়তে পারেনি। এ্যাঞ্জেল ডি মারিয়ার কর্ণান কিক থেকে রোমেরো প্রথম গোল করে বিশ^ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। বিরতির এক মিনিট আগে ডি মারিয়া ডানদিক থেকে বল পেয়ে রডরিগো ডি পলের দিকে বাড়িয় দেন। ডি পলের ব্যাক পাসে লো সেলসোর এ্যাসিস্টে পোস্টের খুব কাছে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন ফার্নান্দেজ।
বিরতির পর ডি মারিয়া ও লটারো মার্টিনেজের দুর্দান্ত সমঝোতায় ভাল একটি ফিনিশিংয়ে বাম পায়ের জোড়ালো শটে আর্জেন্টিনার জয়ের ব্যবধান বাড়ান লো সেলসো।
এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কালোনির সামনে সুযোগ এসেছিল তরুণ আলেহান্দ্রো গারাঞ্চো ও ভ্যালেন্টিন বারকোকে পরখ করে দেখার। জানুয়ারিতে ব্রাইটনে যোগ দেয়া ১৯ বছর বয়সী লেফট-ব্যাক বারকো প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে অনুর্ধ্ব-২৩ দলের হয়ে নিজেকে দারুনভাবে প্রমান করেছেন।