বাসস
  ০৭ এপ্রিল ২০২৪, ২০:০৮

গাজী গ্রুপকে হারিয়ে সুপার লিগের আশা বাঁচিয়ে রাখলো শাইনপুকুর

ঢাকা, ৭ এপ্রিল ২০২৪ (বাসস) : ইরফান শুক্কুরের দারুন ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বৃষ্টি আইনে ৮০ রানে হারিয়ে সুপার লিগে খেলার আশা বাঁচিয়ে রাখলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব। 
এই জয়ে লিগে ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠেছে শাইনপুকুর। ৯ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। ১৪ করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। 
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি-বিঘিœত ৪৩ ওভারের ম্যাচে টস হেরে  প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪২ রান করে শাইনপুকুর। ৮টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে ৮৪ রান করেন ইরফান। এছাড়া খালিদ হাসান ৫টি চার ও ১টি ছক্কায় ৯৯ বলে ৬৩ রান করেন। 
জবাবে শাইনপুকুরের পেসার নাহিদ রানা ও স্পিনার রিশাদ হোসেনের বোলিং তোপে ৩৫ ওভারে ১৬১ রানে অলআউট হয় গাজী গ্রুপ। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া নাহিদ ৫৪ রানে ৪ উইকেট নেন। ৩০ রানে ৪ উইকেট নেন রিশাদ। গাজীর পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সাব্বির হোসেন। 
দিনের অন্য ম্যাচে, বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাব বৃষ্টি আইনে ২ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। এবারের লিগে এটি দ্বিতীয় জয় সিটি ক্লাবের। প্রথমে ব্যাট করে ৪২ ওভারের ম্যাচে ৯ উইকেটে ২০৮ রান করে পারটেক্স। জবাবে ২ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় সিটি ক্লাব।