শিরোনাম
করাচি, ১০ এপ্রিল ২০২৪ (বাসস) : ‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট’- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক রহস্যময় পোস্ট করেছেন দেশটির সাবেক খেলোয়াড় ও অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য সদ্যই দল ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল ঘোষনার পরই হাফিজের এমন পোস্ট নজর কেড়েছে সকলের।
পিসিবিকে উদ্দেশ্যে করেই হাফিজের এমন পোস্ট বলে মনে করছেন ক্রিকেট বিশেজ্ঞরা। বিশেজ্ঞদের মতে, অবসর ভাঙিয়ে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে জাতীয় দলে ফেরানো এবং কখনও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে না খেলা উসমান খানকে সুযোগ দেওয়াতেই এমন পোস্ট দিয়েছেন হাফিজ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পান হাফিজ। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিম ডিরেক্টর ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু ঐ দুই সফরে দলের বাজে পারফরমেন্সের কারনে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হাফিজকে।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ জানান, পিসিবি তার সাথে চার বছরের চুক্তি করেছিলো।