শিরোনাম
লন্ডন, ১৩ এপ্রিল ২০২৪ (বাসস/এএফপি) : এজেন্ট ও মধ্যস্থতাকারী ফি বাবদ ট্রান্সফার চুক্তিতে চেলসি ৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশী ব্যয় করেছে বলে ফুটবল এসোসিয়েশনের এক পরিসংখ্যানে জানা গেছে।
এ বছরের ১ ফেব্রুয়ারির আগ পর্যন্ত গত এক বছরের তথ্য অনুযায়ী প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এ খাতে সর্বমোট ৪০৯.৫৯ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। যার মধ্যে চেলসির ব্যয় সর্বোচ্চ। ২০২২-২৩ মৌসুমের তুলনায় এই ব্যয়ের পরিমান বেড়েছে প্রায় ৩১৮.২ মিলিয়ন পাউন্ড।
গত দুই ট্রান্সফার মার্কেটে মোয়েসিস কেইসেডো, ক্রিস্টোফার এনকুকু, রোমেও লাভিয়া, নিকোলাস জ্যাকসন ও কোল পালমারকে দলে ভেড়াতে চেলসি এজেন্ট ফি বাবদ ৭৫,১৪০,৪৫২ পাউন্ড ব্যয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে। এই অর্থ ব্যয় করেও মরিসিও পোচেত্তিনোর দল প্রিমিয়ার লিগে সফল হতে পারেনি। অনভিজ্ঞ লিভারপুল দলের কাছে লিগ কাপের ফাইনালে পরাজিত হয়েছে।
এর আগের বছর তালিকায় এজেন্ট ফি ব্যয় বাবদ শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি। এবার ৬০.৬৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করে তারা দ্বিতীয় স্থানে নেমে গেছে। এ খাতে ম্যানচেস্টার ইউনাইটেড ব্যয় করেছে ৩৪.০৫ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে লিভারপুল ও আর্সেনাল ব্যয় করেছে যথাক্রমে ৩১.৫০ মিলিয়ন ও ২৪.৭৬ মিলিয়ন পাউন্ড।
গত বছর প্লে-অফ খেলে প্রিমিয়ার লিগে উন্নীত লুটন সর্বনি¤œ ২.০২ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে।