শিরোনাম
ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ (বাসস): বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন আয়োজিত ‘স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ২০২৪’ শুরু হয়েছে। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান।
২৫-২৭ এপ্রিল তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, কোয়ান্টামসহ জুনিয়র-সিনিয়র বিভাগে ৩৫ টি দল/ক্লাবের প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা জিমন্যাস্ট অংশ নিচ্ছে।
মূলতঃ আগামী ১২-২০ মে উজবেকিস্তানে অনুষ্ঠেয় এশিয়ান (সিনিয়র এবং জুনিয়র) জিমন্যাস্টিকস প্রতিযোগিতার দল নির্বাচনের বাছাইপর্ব হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।