বাসস
  ০১ মে ২০২৪, ২০:২৫

আনচেলত্তির আক্ষেপ

মিউনিখ, ১ মে ২০২৪ (বাসস) : পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সেমিফাইনালের প্রথম লেগে জার্মান দল বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। হার এড়াতে পারলেও, দলের পারফরমেন্সে খুশি নন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
গতরাতে বায়ার্নের মাঠে অনুষ্ঠিত ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ম্যাচে ফলাফলটা ভালো হয়েছে, কিন্তু আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের সেরা মুহূর্তটি ছিলো ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে। বায়ার্ন খুবই ভয়ংকর দল। বায়ার্ন সেরা ফুটবল খেলেছে, আমরা পারিনি। দ্বিতীয় লেগে আমাদের উন্নতি করতে হবে।’
দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর রিয়ালের আরও বেশি আক্রমনাত্মক খেলা উচিত ছিলো বলে মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা তাদের অনেক বেশি সুযোগ দিয়েছি। দ্বিতীয়ার্ধে যখন তারা এগিয়ে যায়, তখন আমরা চাপ বিস্তার করতে শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা স্বাচ্ছন্দ্যে খেলেছি, কিন্তু খুব বেশি আক্রমনাত্মক হতে পারিনি।’
আগামী ৯ মে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল।