শিরোনাম
রোম, ২ মে ২০২৪ (বাসস/এএফপি) : বারির সাথে বুধবার ১-১ গোলে ড্র করেও দ্বিতীয় বিভাগ থেকে তিন বছর পর ইতালিয়ান সর্বোচ্চ সিরি-এ লিগে ফিরেছে পার্মা।
মৌসুম শেষ হতে এখনো দুই ম্যাচ বাকি। কিন্তু তার আগেই তৃতীয় স্থানে থেকে ভেনেজিয়ার চেয়ে সাত পয়েন্ট এগিয়ে ৭৪ পয়েন্ট নিয়ে পার্মা সিরি-এ লিগে প্রমোশন নিশ্চিত হয়েছে।
তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা কোমোরও পার্মার সাথে সিরি-এ লিগে প্রোমোশন এখন সময়ের ব্যপার। তৃতীয় স্থানে থাকা ভেনেজিয়া হয়তো প্লে-অফে খেলার সুযোগ পাবে।
এদিকে সিরি-এ থেকে ইতোমধ্যেই রেলিগেশন নিশ্চিত হয়েছে তলানির দল সালেরনিতানার।
পার্মা কখনই ইতালিয়ান লিগের শিরোপা জিততে পরেনি। তবে ইতালিয়ান কাপে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ইউরোপে ১৯৯৩ সালে কাপ উইনাইর্স কাপের ও ১৯৯৫ ও ১৯৯৯ সালে উয়েফা কাপের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে।