বাসস
  ১৭ মে ২০২৪, ১৯:৫১

শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান

কাবুল, ১৭ মে ২০২৪ (বাসস) : অভিনব উপায়ে আগামী টি-টোয়েন্টি   বিশ্বকাপে নিজেদের  জার্সি উন্মোচন করলো আফগানিস্তান ক্রিকেট দল।
আফগানিস্তানের শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স’এ আপলোড করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ভিডিওতে দেখা যায়, দেশটির পাহাড়ি অঞ্চল থেকে সাইকেল চালিয়ে অনেক বাঁধা পেরিয়ে কিছু শিশু আফগান ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করে। সেখানে একটি পানির পাত্রে তাদের বিভিন্ন অঞ্চল থেকে আনা দেশটির মানচিত্র, পাথর, গমের শীষ ঐ পাত্রে রাখে। তারপর ঐ পাত্রে একজন একটি গমের শিষ রাখেন।
গমের শিষ রাখার পরপরই অদ্ভুত এক ধরণের আলো ছড়িয়ে পড়ে। তারপর সেই পাত্র থেকে উঠে আসে আফগানদের জার্সি। হাল্কা নীল রঙের জার্সিটি উপরে উঠে আসার পর, স্টেডিয়ামে ঐ সময় ব্যাট-বল হাতে ট্রাউজার ও গেঞ্জি পড়ে খেলতে থাকা আফগানিস্তানের কিছু ক্রিকেটারদের মুখে শিষ বাজিয়ে ডাক দেন ঐসব শিশুরা।
কাছে এসে ঐ পাত্রের উপরে হাত দিতেই ক্রিকেটারদের গায়ে জার্সিগুলো জড়িয়ে যায়। জার্সির বুকে সাদা রঙ দিয়ে বড় বড় করে লেখা আফগানিস্তান। এরপর ঐ জার্সি গায়ে জড়িয়ে অনুশীলন শুরু করে দেন ক্রিকেটাররা।
আগামী ৪ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে আফগানিস্তান।