শিরোনাম
বার্মিংহাম, ২৫ মে ২০২৪ (বাসস) : অধিনায়ক জশ বাটলারের ব্যাটিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ২৩ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।
বার্মিংহামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করে ইংল্যান্ড। বাটলার ৮টি চার ও ৩টি ছক্কায় ৫১ বলে ৮৪ রান করেন। এছাড়া উইল জ্যাকস ২৩ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ এবং ফিল সল্ট ৯ বলে ১৩ রান করেন। শেষদিকে জোফরা আর্চার ৪ বলে অপরাজিত ১২ রান করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি, ইমাদ ওয়াসিম ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।
জবাবে ইংল্যান্ডের বোলারদের সামনে বড় ইনিংসে খেলতে পারেনি পাকিস্তান। ৪ বল বাকী থাকতে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে ২১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ফখর জামান। এছাড়া অধিনায়ক বাবর আজম ৩২ ও ইফতিখার আহমেদ ২৩ রান করেন। ইংল্যান্ডের রিচ টপলি ৩টি, আর্চার-মঈন আলি ২টি করে উইকেট নেন।
আগামী ২৮ মে কার্ডিফে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।