শিরোনাম
ডর্টমুন্ডে, ১৬ জুন ২০২৪ (বাসস/এএফপি) : ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ২৩ সেকেন্ডে গোল করে ইউরো চ্যাম্পিয়নশীপে সবচেয়ে কম সময়ে গোলের নতুন রেকর্ড গড়েছেন আলবেনিয়ার নেদিম বারামি।
এর আগে ২০০৪ সালে গ্রীসের বিপক্ষে রাশিয়ার দিমিত্রি কিরিচেনকো ৬৭ সেকেন্ডে গোল করে পূর্বের রেকর্ডটি ধরে রেখেছিলেন।
বারামি ইতালিয়ান সিরি-এ লিগে সাসুলোর খেলোয়াড়। ইতালিয়ান অভিজ্ঞ ফেডেরিকো ডিমারকোর একটি বাজে থ্রো-ইনে পোস্টের খুব কাছে বল জালে প্রবেশ করান। যদিও ইতালি দ্রুত এই গোল পরিশোধ করে ম্যচে ফিরে আসে। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নার ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
তিন বছর আগে ইউরো ২০২০’র ফাইনালে ইতালির বিপক্ষে ইংল্যান্ডের লুক শ মাত্র এক মিনিট ৫৬ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এটা টুর্নামেন্টে ষষ্ঠ দ্রুততম গোলের রেকর্ড। ঐ ম্যাচেও ইতালি পেনাল্টিতে জয়ী হয়ে শিরোপা জয় করেছিল।