বাসস
  ১৯ জুন ২০২৪, ১৪:৩৩
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৪:৫৯

২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের সূচী ঘোষনা, প্রথম দিনেই সিটির প্রতিপক্ষ চেলসি

লন্ডন, ১৯ জুন ২০২৪ (বাসস) : ২০২৪-২৫ মৌসুমে সূচী ঘোষনা করেছে প্রিমিয়ার লিগ। আগামী ১৮ আগস্ট স্ট্যামফোর্ড ব্রীজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পশ্চিম লন্ডনের ক্লাব চেলসির হয়ে নতুন কোচ এনজো মারসেকার এটাই প্রথম ম্যাচ।
গত লিগের দুই শীর্ষ দল সিটি ও আর্সেনাল প্রথম ম্যাচে ইত্তিহাদ স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি এমিরেটসে ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৪ ডিসম্বর ইত্তিহাদে সিটির মোকাবেলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ এপ্রিল ওল্ড ট্র্যাফোর্ডে হবে ফিরতি ম্যাচ। লিগের তৃতীয় ম্যাচে ৩১ আগস্ট লিভারপুলকে আতিথ্য দিবে ইউনাইটেড। ৪ জানুয়ারি এ্যানফিল্ডে অল রেডসদের বিপক্ষে খেলতে যাবে। লিগের প্রথম ম্যাচে ১৬ আগস্ট ফুলহ্যামকে স্বাগত জানাবে ইউনাইটেড।
২০০২ সালে রেলিগেটেড হবার পর প্রথমবারের মত প্রিমিয়ার লিগে ফিরে আসা ইপসউইচ টাউনের বিপক্ষে লিভারপুল নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। শীর্ষ লিগে লড়াইটা যে মোটেই সহজ নয় তা কিয়েরান ম্যাককেনার দল ভালভাবেই বুঝতে পারছে। ২৪ আগস্ট প্রথম এ্যাওয়ে ম্যাচ খেলতে তারা ইত্তিহাদ স্টেডিয়ামে যাবে।
এবারের লিগে অপর দুই উন্নীত দল লিস্টার সিটি ও সাউদাম্পন যথাক্রমে টটেনহ্যাম ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে।