বাসস
  ২৭ জুন ২০২৪, ১৫:৫৬

ইউরো চ্যাম্পিয়নশীপের শেষ ষোলর সূচী

বার্লিন, ২৭ জুন ২০২৪ (বাসস/এএফপি) : আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশীপের নক আউট পর্ব।  গ্রুপ পর্ব শেষে ছয় গ্রুপের দুটি করে শীর্ষ দলের সাথে সেরা চারটি তৃতীয় স্থান পাওয়া দল নিয়ে অনুষ্ঠিত হবে শেষ ষোল রাউন্ড। 
এবারের আসরের শেষ ষোলতে উত্তীর্ণ হওয়া ছয় গ্রুপের দুটি করে শীর্ষ দল হলো : জার্মানী, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল ও তুরষ্ক। এছাড়া চার গ্রুপের সেরা তিন দল হলো স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া ও জর্জিয়া।
শেষ ১৬’র সূচী :
২৯ জুন : সুইজারল্যান্ড বনাম ইতালি, বার্লিন
          জার্মানি  বনাম ডেনমার্ক, ডর্টমুন্ড
৩০ জুন : ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া, জেলসেনকার্চেন
          স্পেন বনাম জর্জিয়া, কোলন
১ জুলাই : ফ্রান্স বনাম বেলজিয়াম, ডাসেলডর্ফ
          পর্তুগাল বনাম স্লোভেনিয়া, ফ্রাঙ্কফুর্ট
২ জুলাই : রোমানিয়া বনাম নেদারল্যান্ডস, মিউনিখ
          অস্ট্রিয়া বনাম তুরষ্ক, লিপজিগ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়