বাসস
  ১০ জুলাই ২০২৪, ১৪:৪৪

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোতে গোলের রেকর্ড ইয়ামালের

মিউনিখ, ১০ জুলাই ২০২৪ (বাসস/এএফপি) : ইউরো চ্যাম্পিয়নশীপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের কৃতিত্ব অর্জন করেছেন স্পেনের লামিন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে মিউনিখে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করে ইয়ামাল এই রেকর্ড গড়েন।
বার্সেলোনার এই উইঙ্গার ২৫ মিটার দুর থেকে দারুন এক কার্লিং শটে বল জালে জড়ালে ১-১’এ সমতায় ফিরে স্পেন। ২০০৪ সালের ইউরোতে ১৮ বছর ১৪১ দিন বয়সে গোলে করে আগের রেকর্ডটি ধরে রেখেছিলেন সুইজারল্যান্ডের ইয়োহান ভনলানথেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমে টুর্ণামেন্টের সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে ইউরোতে খেলার নতুন রেকর্ড গড়েছিলেন ইয়ামাল। এর আগে এই রেকর্ডটি ছিল ২০২০ ইউরোতে ১৭ বছর ২৪৬ দিন বয়সী পোলিশ খেলোয়াড় কাসপার কোজলোভস্কির।
নারী বিভাগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড রয়েছে নরওয়ের ইসাবেল হারলোভসেনের। ২০০৫ ইউরোতে ১৬ বছর ৩৫১ দিন বয়সে তিনি গোল করার কৃতিত্ব গড়েছিলেন।