শিরোনাম
করাচি, ১২ জুলাই ২০২৪ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দলের দুই প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহের উপর কাজের চাপ নিয়ে চিন্তিত পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। তিনি জানান, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে আফ্রিদি-নাসিমের উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাদেরকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তা আমাদের।
আগামী ২১ আগস্ট থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। এই টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন গিলেস্পি। গত এপ্রিলে দুই বছরের চুক্তিতে পাকিস্তানে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পান গিলেস্পি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন গিলেস্পি। পাকিস্তানের পেস অ্যাটাকের প্রধান দুই বোলার আফ্রিদি ও নাসিমকে নিয়ে বেশি ভাবতে হচ্ছে তাকে। কারন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা অনেক বেশি তিন ফরম্যাটেই খেলে যাওয়া আফ্রিদি ও নাসিমের। এতে অনেক বেশি কাজের চাপ পড়ছে তাদের উপর।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে গিলেস্পি বলেন, ‘আফ্রিদি এবং নাসিম মাল্টি ফরম্যাটের ক্রিকেটার। তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশগ্রহণ করেন। প্রতিটি ম্যাচ খেলতে পারে না তারা। আমরা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করবো। গত এক বছরে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের চাইতে তিন গুণ বেশি বোলিং করেছে আফ্রিদি। কিভাবে সে এত কাজের চাপ সামলাবে? তার যতœ নিতে হবে আমাদের।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ৬ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন গিলেস্পি। এ মাসের শেষে দল ঘোষনা করতে পারে পাকিস্তান।
টেস্ট দলকে শান মাসুদই নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করেছেন গিলেস্পি। বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলছেন মাসুদ। তার সাথে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন গিলেস্পি।
প্রধান কোচ হিসেবে প্রথম টেস্ট নিয়ে রোমাঞ্চিত গিলেস্পি। তিনি বলেন, ‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের টেস্ট ম্যাচ নিয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে কিভাবে ভালো ফলাফল ও ইতিবাচক পারফরমেন্স করা যায়, তেমনই চেষ্টা থাকবে। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষন ও পরিকল্পনা করা দরকার, আমরা তা করবো। বাংলাদেশের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলাই প্রধান লক্ষ্য থাকবে। দায়িত্ব নেওয়ার পর এটি আমার প্রথম টেস্ট ম্যাচ হবে। সিরিজের প্রথম টেস্টের জন্য আমি মুখিয়ে আছি।’
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিলো দু’দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো সফরকারীরা। ২০২০ সালের ফ্রেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিলো বাংলাদেশ। একমাত্র টেস্টে হেরেছিলো টাইগাররা।
এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১২টি হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ।