বাসস
  ১৭ জুলাই ২০২৪, ১৯:২৯
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৯:৩৫

ওয়ানডে দলের দায়িত্ব নিতে রাজি লাথাম

অকল্যান্ড, ১৭ জুলাই ২০২৪ (বাসস) : কেন উইলিয়ামসন অব্যাহতি নেওয়ার পর  নিউজিল্যান্ড ক্রিকেট  পরবর্তীতে অধিনায়ক  হবার দৌড়ে এগিয়ে আছেন টম লাথাম। কারন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে ৯টি টেস্ট, ৪৪টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্থায়ীভাবে  নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পাওয়াটা সদ্যিকারের  সম্মানের  বিষয় হওবে বলে মন্তব্য করেছেন লাথাম।
তিনি বলেন, ‘এটা হবে সত্যিকারের সম্মানের। আমি সবসময়ই চেষ্টা করেছি, দলকে যতটা সম্ভব সবকিছুর উপরে রাখতে এবং আমি নিশ্চিত, দলের জন্য যা সবচেয়ে বেশি জরুরি সেটি নিয়ে আলোচনা করবেন তারা। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, অবশ্যই আমার জন্য স্পেশাল কিছু হবে।’
পরের বিশ^কাপের দিকে তাকিয়ে নিউজিল্যান্ডের সাদা বলের ফরম্যাটে পরবর্তী অধিনায়ক করা হবে বলে জানিয়েছেন দলের কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। লাথাম অধিনায়ক  হবে কি, হবে না- সেটি অনুমান করে বলতে চাই না। তবে অবশ্যই এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আলোচনায় থাকবে সে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পরের বিশ্বকাপকে লক্ষ্য করে আগামী দুই-তিন বছরের জন্য অধিনায়কত্ব দেওয়া হবে। সিদ্ধান্ত নেওয়ার আলোচনায় এই ব্যাপারটি গুরুত্ব পাবে।’