বাসস
  ১৮ জুলাই ২০২৪, ১৭:২০

আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী আচরণের তদন্তে ফিফা

প্যারিস, ১৮ জুলাই ২০২৪ (বাসস/এএফপি) : কোপা আমেরিকার জয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী আচরণের  অভিযোগ তদন্তের ঘোষনা দিয়েছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। 
এ সম্পর্কে ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যপারে ফিফা অবগত আছে। পুরো বিষয়টি  নিবিড়ভাবে পর্যবেক্ষন করছে ফিফা।’
তিনি আরো বলেন, ‘ফিফা খেলোয়াড়, সমর্থক, কর্মকর্তাসহ যেকোন ধরনের বৈষম্যের তীব্র নিন্দা করে।’
রোববার কলম্বিয়ার বিরুদ্ধে মিয়ামিতে কোপা আমেরিকা জয়ের পর টিম বাসে আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপন ইনস্টাগ্রামে লাইভ করছিলেন ফার্নান্দেজ। খেলোয়াড়রা বর্ণবাদী গান শুরু করার পরপরই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেজ। ভিডিওটি পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২৩ বছর বয়সী ফার্নান্দেজের সাথে আরো বেশ কয়েকজন খেলোয়াড় এর আগে ২০২২ কাতার বিশ^কাপের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করার পরও বর্ণবাদী গান গেয়েছিলেন যা ঐ সময় বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। গানটিতে মূল টার্গেট ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সাথে আরো কয়েকজন কৃষ্ণাঙ্গ ফরাসি খেলোয়াড়ও এসময় বর্ণবাদের শিকার হয়েছিলেন। 
ফার্নান্দেজ কোপা আমেরিকার ঘটনায় পরবর্তীতে দু:খ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই চেলসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তারা ডিসিপ্লিনারি প্রক্রিয়া শুরু করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘চেলসি ফুটবল ক্লাব যেকোন ধরনের বর্নবাদ বিরোধী আচরণের  নিন্দা জানায়। তাদের কাছে এ ধরনের কোন বিষয় কখনই গ্রহনীয় নয়। আমাদের খেলোয়াড় ইতোমধ্যেই জনসমুক্ষে দু:খ প্রকাশ করেছে যা প্রশংসনীয়। আমরা এটাকে ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবে ব্যবহারের সুযোগ হারাতে চাইনা।’
২০২৩ সালে প্রিমিয়ার লিগের রেকর্ড ফি ১০৫ মিলিয়ন পাউন্ডে  বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। অনাকাঙ্খিত পরিস্থিতি প্রসঙ্গে ফার্নান্দেজ বলেছেন, ‘গানটিতে অনেক বেশী বাজে ভাষা ব্যবহার করা হয়েছে এবং এই ধরনের শব্দ ব্যবহার কখনই কাম্য নয়। সব ধরনের বর্ণবাদ বৈষম্যের বিপক্ষে আমি আছি। কোপা আমেরিকা জয়ের পর আনন্দ করতে গিয়ে যা হয়েছে তাতে আমি দু:খ প্রকাশ করছি।’
আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দলের কোচ হাভিয়ের মাচেরানো এ নিয়ে ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছেন। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার মনে করেন, ভিডিওটি অপ্রাসঙ্গিকভাবে টেনে আনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আর্জেন্টাইনরা আর যা–ই হোক অন্তত বর্ণবাদী নই। আমি এনজোকে চিনি। সে দারুন মানুষ। তার এমন কোনো সমস্যা নেই।’
মাচেরানো এরপর বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে, ‘উদযাপনের অংশ হিসেবে একটি ভিডিওর অংশ অপ্রাসঙ্গিকভাবে উঠে এসেছে। দেশ হিসেবে আমাদের অন্তত অন্তর্ভূক্তিমূলক ব্যাপারটি আছে। পৃথিবীর নানা প্রান্তের মানুষ আর্জেন্টিনায় বাস করে। তাদের সঙ্গে যে ব্যবহার করা উচিত আমরা সেটাই করি।’
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) গত সোমবার ফিফার কাছে এ নিয়ে অভিযোগ করেছে। ফ্রান্স দলের খেলোয়াড়দের বিরুদ্ধে বৈষম্যমূলক এবং অগ্রহণযোগ্য বর্ণবাদী আচরণের কঠোর নিন্দা জানিয়েছেন এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো।