শিরোনাম
নটিংহ্যাম(যুক্তরাজ্য), ২৪ জুলাই, ২০২৪ (বাসস/এএফপি): ইংল্যান্ড ব্যাটার ওলি পোপের বিশ^াস সব কিছু ঠিক থাকলে টেস্ট ক্রিকেটে এক দিনে ছয়শ’ রান করতে পারে। বর্তমান সময়ে ব্যাট হাতে আগ্রাসী ‘বাজবল’ ধরনের ক্রিকেট খেলছে ইংলিশরা। টেস্ট ক্রিকেটে এক দিনে সর্বোচ্চ ৫৮৮ রান তোলার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। ১৯৩৬ সালে ম্যনচেস্টার টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৫৮৮ রান করেছিল ইংল্যান্ড। ওলি পোপের বিশ^াস বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বর্তমান দলটি নিজেদেও আগের রেকর্ডটি ভেঙ্গে দিতে পারে।
বিবিসি স্পোর্টসকে পোপ বলেন,‘ আমরা হয়তোবা এক ডদনে ২৮০-৩০০ রান করছি, ঠিক আছে। তবে সম্ভবত আমরা অবস্থা অনুযায়ী খেলার কারণে এটা হয়। কিন্তু সব কিছু ঠিক থাকলে ভবিষ্যতে আমরা হয়তোবা ৫০০-৬০০ রান করতে সক্ষম হবো।
২০২২ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন ইংল্যান্ড ৫০৬ রান করেছিল।
নিজ মাঠে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে তিন টেস্ট সিরিজে বর্তমানে ইংর্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী শুক্রবার এজবাস্টনে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
নটিংহ্যাম টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ড দুই ইনিংসেই চারশ’র বেশি রান করেছে।