শিরোনাম
প্যারিস, ২৫ জুলাই ২০২৪ (বাসস/এএফপি) : প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাওয়া অস্ট্রেলিয়ান নারী ওয়াটার পোলো দলের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্যারিস অলিম্পিক আয়োজক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ান শেফ ডি মিশন আনা মারেস বলেছেন, সুস্থ হলেই তারা আবারো অনুশীলন শুরু করবেন। আগামী শনিবার চায়নার বিপক্ষে অস্ট্রেলিয়া নারী দল তাদের মিশন শুরু করবে। মারেস আরো বলেছেন, ‘করোনা আমাদের ওয়াটার পোলো দলের মধ্যে ছড়িয়েছে। এখন পর্যন্ত পাঁচজন পজিটিভ হয়েছে। প্যারিসে এই দলের ১৩জন সদস্য রয়েছেন। সব ধরনের প্রটোকলের মধ্যেই আমরা তাদেরকে রেখেছি। সবকটি ওয়াটার পোলো দলকেই এ পর্যন্ত কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।’
প্রটোকলের মধ্যে রয়েছে মাস্ক ব্যবহার ও অনুশীলনের বাইরে তাদেরকে আইসোলেশনে রাখা।
করোনা মহামারীর কারনে এক বছর পিছিয়ে ২০২১ সালে টোকিও গেমস আয়োজনের পর প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক হিসেবে প্যারিসে এবার এর অনুষ্ঠিত হচ্ছে। টোকিওতে বেশীরভাগ ইভেন্টই দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, ছিল নানা ধরনের বিধিনিষেধ।