বাসস
  ২৬ জুলাই ২০২৪, ১৭:২৯

প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবে আফগানিস্তান

কাবুল, ২৬ জুলাই ২০২৪ (বাসস) : প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরে ভারতের গ্রেটার নৈদায়  অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার একমাত্র  টেস্টটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টটি হবে আফগানিস্তানের ইতিহাসে ১০তম ম্যাচ। কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছর তৃতীয় টেস্ট খেলতে নামবে আফগানরা। দ্বিতীয়বারের মত এক বছরে সবচেয়ে বেশি টেস্ট খেলবে তারা। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ তিনটি টেস্ট খেলেছিলো আফগানিস্তান।
সদ্য নিজেদের হোম সিরিজ খেলার জন্য ভারতের তিনটি ভেন্যু গ্রেটার নৈদা, ইন্দোর ও কানপুরের ভেন্যু পেয়েছে আফগানিস্তান। প্রথমবারের মত কোন টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে নৈদা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে।
৯ থেকে ১৩ সেপ্টেম্বর টেস্টটি খেলতে পারে নিউজিল্যান্ড-আফগানিস্তান। ভারত সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর এক মাস আগে আফগানদের বিপক্ষে খেলবে কিউইরা। ১৬ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু করবে নিউজিল্যান্ড।
এক ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলংকাও সফর করবে কিউইরা। তবে লংকান সফরের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
নিউজিল্যান্ড ছাড়াও এখন পর্যন্ত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট খেলেনি আফগানিস্তান। ২০২১ সালে নারী বিষয়ে তালেবান সরকারের বিতর্কিত নীতির কারণে হোবার্টে একমাত্র টেস্ট বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।
চলতি বছর এখন পর্যন্ত দু’টি টেস্ট খেলে শ্রীলংকা এবং আয়ারল্যান্ডের কাছে হেরেছে আফগানিস্তান। গত বছর বাংলাদেশ সফরে নিজেদের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। টেস্টে ২০২১ সালের মার্চে সর্বশেষ জয়ের স্বাদ পেয়েছিলো আফগানরা। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে জিম্বাবুয়েকে হারিয়েছিলো তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯ টেস্টের মধ্যে ৩টিতে জয় ও ৬টিতে হেরেছে আফগানিস্তান।