বাসস
  ২৬ জুলাই ২০২৪, ১৮:৪০

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ টাইগ্রেসদের

ডাম্বুলা, ২৬ জুলাই ২০২৪ (বাসস) : ব্যাটিং ব্যর্থতায় নারী এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। আজ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারলো বাংলাদেশের নারীরা। এই নিয়ে তৃতীয়বার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ হারলো টাইগ্রেসরা।
গেল বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে এবং এ বছর ঘরের মাঠ মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
শ্রীলংকার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের পেসার রেনুকা সিংয়ের বোলিং তোপে পড়ে বাংলাদেশ। পাঁচ  ওভারে ২১ রানেই  ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। দুই ওপেনার দিলারা আকতার ৬, মুরশিদা খাতুন ৪ ও তিন নম্বরে নামা ইশমা তানজিম ৮ রান করে রেনুকার শিকার হন।
টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত ফেরার পর বিপদ আটকাতে পারেনি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা। ৪৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় তারা। রুমানা আহমেদ ও রাবেয়া খান ১ রান করে এবং রিতু মনি ৫ রানে আউট হন।
৪৪ রানে ৬ উইকেট পতনের পর বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আকতার। সপ্তম উইকেটে ৩৫ বলে ৩৬ রান যোগ করেন দু’জনে।
ইনিংসের শেষ ওভারের প্রথম বলে দলীয় ৮০ রানে বিদায় নেন নিগার। ২টি চারে ৫১ বলে ৩২ রান করেন নিগার।
শেষ ওভারে নিগার ও নাহিদা আকতার আউট হলেও, কোন রান পায়নি বাংলাদেশ। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ২টি চারে ১৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। ভারতের পক্ষে রেনুকা ১০ রানে এবং রাধা যাদব ১৪ রানে ৩টি করে উইকেট নেন।
ভারতকে ৮১ রানের সহজ টার্গেটে ছুঁড়ে দিয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১১ ওভারেই টার্গেট স্পর্শ করে বাংলাদেশের বিদায় নিশ্চিত করেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। ৯টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৫৫ রান করেন স্মৃতি। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন স্মৃতি। ২টি বাউন্ডারিতে ২৮ বলে অনবদ্য ২৬ রান করেন শেফালি।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হারলেও থাইল্যান্ডকে ৭ উইকেটে এবং মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।
টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে আজ মাঠে নামবে শ্রীলংকা ও পাকিস্তান। ঐ ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী ২৮ জুলাই ফাইনাল খেলবে ভারত।