শিরোনাম
ডারবান, ২৬ জুলাই ২০২৪ (বাসস) : সাইড স্ট্রেইন ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজি।
যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন কোয়েৎজি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, আগামী ৭ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে সুস্থ হতে পারবেন না কোয়েৎজি। গেল বছর অভিষেকের পর দেশের হয়ে ৩ টেস্টে ১০ উইকেট নিয়েছেন তিনি।
কোয়েৎজির বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পেয়েছেন পেসার মিগেল প্রিটোরিয়াস। ২০২০ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেও, কাঁধে ইনজুরিতে ছিটকে যান তিনি। এরপর ২০২১ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও, একাদশে সুযোগ হয়নি তার। ৬৪টি প্রথম শ্রেনির ম্যাচে ১৮৮ উইকেট শিকারের অভিজ্ঞতা আছে ২৯ বছর বয়সী প্রিটোরিয়াসের।
প্রথম টেস্টের পর ১৫ অগাস্ট থেকে দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, আইডেন মার্করাম, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি, মিগেল প্রিটোরিয়াস।