বাসস
  ২৯ জুলাই ২০২৪, ১৫:৫১

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে ভারত

ক্যান্ডি, ২৯ জুলাই ২০২৪ (বাসস) : বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে  সফরকারী ভারত। গতরাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব  চ্যাম্পিয়ন ভারত বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকাকে। সিরিজের প্রথম ম্যাচে ৪৩ রানে জয় পেয়েছিলো ভারত।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টির কারনে ৪৫ মিনিট পর শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার কুশল মেন্ডিসকে(১০) হারায় শ্রীলংকা।  দ্বিতীয় উইকেটে ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ৩৬ বলে ৫৪ রান যোগ করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ৫টি চারে ৩২ রান করা নিশাঙ্কাকে দশম ওভারে আউট করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রবি বিষ্ণোই।
নিশাঙ্কা ফেরার পর শ্রীলংকার রানের চাকা সচল রাখেন পেরেরা ও কামিন্দু মেন্ডিস। ৩৪ বলে তাদের ৫০ রানের জুটিতে লংকানদের স্কোর ১৫ ওভারে ২ উইকেটে ১৩০ রানে পৌঁছে যায়।
১৬তম ওভার থেকে ব্যাটিং ধস নামে শ্রীলংকা ইনিংসে। শেষ ৫ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান যোগ করতে পারে তারা। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। প্রথম ম্যাচেও ব্যাটিং ধসে ৩২ বলে মাত্র ৩০ রানের ব্যবধানে ৯ উইকেট হারিয়েছিলো লংকানরা।
৬টি চার ও ২টি ছক্কায় শ্রীলংকার পক্ষে ৩৪ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন পেরেরা। ২৩ বলে ২৬ রান করেন কামিন্দু। ভারতের বিষ্ণোই ২৬ রানে ৩ উইকেট নেন।
১৬১ রানের লক্ষ্য পাওয়া ভারতের ইনিংসের ৩ বল পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ১ ঘন্টা খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে ৮ ওভারে জয়ের জন্য ৭৮ রানের নতুন টার্গেট পায় ভারত। সেই লক্ষ্য ওপেনার যশ^সী জয়সওয়াল, অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্ডিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৯ বল বাকী রেখেই স্পর্শ করে ভারত।
জয়সওয়াল ১৫ বলে ৩০, সূর্যকুমার ১২ বলে ২৬ এবং হার্ডিক ৯ বলে অপরাজিত ২২ রান করেন। ম্যাচ সেরা হন ভারতের স্পিনার বিষ্ণোই।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে ভারত।