বাসস
  ২৯ জুলাই ২০২৪, ১৭:০২

জয়ের বোলিংয়ে রোমাঞ্চকর জয়ে পাকিস্তান শাহিনসের সাথে সিরিজ ড্র বাংলাদেশ ‘এ’ দলের

ঢাকা, ২৯ জুলাই ২০২৪ (বাসস) : অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের দারুন বোলিং নৈপুন্যে দ্বিতীয় চারদিনের ম্যাচে পাকিস্তান  শাহিনসের  বিপক্ষে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে  বাংলাদশ ‘এ’ দল। বল হাতে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নেন জয়।
দ্বিতীয় ম্যাচ জিতে পাকিস্তান শাহিনসের সাথে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো বাংলাদেশ ‘এ’। প্রথম চার দিনের ম্যাচে পাকিস্তানের  কাছে ১৪৮ রানে হেরেছিলো জয়ের দল। বাংলাদেশ ‘এ’ দলটি, মূলত বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৯৬ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করেছিলো পাকিস্তান শাহিনস।  ফলে জয় থেকে ৬ উইকেট দূরে ছিলো বাংলাদশ। পাকিস্তানের জিততে প্রয়োজন ছিলো ১৬০ রান।
আজ, চতুর্থ ও শেষ দিন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। ৪৪ রান নিয়ে শুরু করা পাকিস্তানের ওপেনার হাসিবুল্লাহকে ৫১ রানে আউট করেন রাজা। এরপর ওমাইর বিন ইউসুফকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে রাখেন তাইব তাহির। ৪৩ রানে তাহিরকে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন জয়।
কিছুক্ষণ বাদে ইউসুফ (৪৫)  আউট হলে ২৩০ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান শাহিনস। কিন্তু অষ্টম উইকেটে বাংলাদেশের বোলারদের প্রতিরোধ গড়ে তুলেন মুহাম্মদ আলি ও খুররাম শাহজাদ। দু’জনের ৫৭ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় পাকিস্তান। ৭ উইকেটে ২৮৭ রান পেয়ে যায় তারা।
এ অবস্থায় বল হাতে ভেল্কি দেখান জয়। ৯১তম ওভারে আলি (২১Ñ ও ৯৩তম ওভারে শাহজাদকে (২৮)  আউট করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগান জয়। ৯৪তম ওভারে পাকিস্তানের শেষ ব্যাটার ফয়সাল আকরামকে ১ রানে বোল্ড করে করে বাংলাদেশকে দুর্দান্ত জয়ের স্বাদ দেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। ২৯০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে পাকিস্তান। বাংলাদেশের জয় ৫টি, রাজা ৩টি ও মুরাদ ২ উইকেট নেন।
এ ম্যাচে প্রথমে ব্যাট করে জয় ও আইচ মোল্লার জোড়া হাফ-সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ২৫৮ রান করে বাংলাদেশ। জয় ৬৯ ও মোল্লা ৫৫ রান করেন। জবাবে ১৭৯ রানে অলআউট হয় পাকিস্তান। এতে প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পায় বাংলাদেশ।
লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে তারা। এই ইনিংসেও জোড়া হাফ-সেঞ্চুরি করেন জয় ও মোল্লা। জয় ৬৫ ও মোল্লা ৫৮ রান করেন।