বাসস
  ৩০ জুলাই ২০২৪, ১৯:২৩

পিসিবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন ওয়াকার ইউনিস

লাহোর, ৩০ জুলাই, ২০২৪ (বাসস/ওয়েবসাইট) : পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) গুরুত্বপূর্ণ  দায়িত্ব পেত পারেন  দলটির সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস।  বোর্ড সংশ্লিষ্ট  একটি সূত্র আজ মঙ্গলবার  জানিয়েছে  পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ক্রিকেট বিষয়ক গুরুত্বপূর্ণ দায়-দায়িত্ব ওয়াকার ইউনিসকে দেওয়ার কথা ভাবছেন।
সূত্র জানায়, বোর্ডের ক্রিকেট  বিষয়ক দায়িত্ব যে কাউকে  হস্তান্তরের  ক্ষমতা পিসিবি চেয়ারম্যানের আছে।  
 তিনি বলেন, ‘অনুমোদনের পর বোর্ডের ক্রিকেট বিষয়ক যে কোন কিছু দেখাশুনা করবেন ইউনিস। ’ 
কিছু সিনিয়র ক্রিকেটার  একজন অন্তবর্তকালীন মন্ত্রীসহ একাধিক দায়িত্ব পালন করায়  মহসিন নকভির সমালোচনার পর এমন সিদ্ধান্ত এলো। 
 দিনের শুরুতে  এক রিপোর্টে বলা হয়েছে জয় শাহ’র পরিবর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) সভাপতির  দায়িত্ব  নিতে যাচ্ছে  নকভি। 
 রোটেশন পদ্ধতিতে  এসিসি সভাপতি  নির্বাচিত হয়ে থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সচিব জয় শাহ বর্তমানে এসিসি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এ বছরের জানুয়ারি মাসে তার  বর্তমান এক বছর বাড়ানো হয়েছে। 
 জয় শাহর মেয়াদ শেষ হলে পরবর্তী দুই বছর  মেয়াদের জন্য এসিসির সভাপতির দায়িত্ব নেবেন নকভি। 
এসিসির সর্বশেষ সভায় পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী- অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয়  সভায়  এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।