বাসস
  ০৬ আগস্ট ২০২৪, ১৭:২৫

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় বাংলা টাইগার্স

ব্রাম্পটন, ৬ আগস্ট ২০২৪ (বাসস) : সাকিব আল হাসান অলরাউন্ড নৈপুণ্যে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জয়ের ধারায় ফিরেছে  বাংলা টাইগার্স মিসিসাগার।
গতরাতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ বাংলা টাইগার্স ২ উইকেটে হারিয়েছে সারে জাগুয়ার্সকে। ম্যাচে বল হাতে ২৪ রানে ১ উইকেট এবং ব্যাটিংয়ে ৩০ বলে ৩৬ রান করে সেরা খেলোয়াড় হন সাকিব। বাংলা টাইগার্স দলে খেলা আরেক বাংলাদেশি শরিফুল ইসলাম ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন।
ব্রাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১০৮ রান করে সারে জাগুয়ার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন শ্রেয়াস মোভা। বাংলা টাইগার্সের আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার ১৭ রানে ৪ উইকেট নেন।
১০৯ রানের টার্গেটে সাকিবের সর্বোচ্চ রানের ইনিংসের উপর ভর করে ৩ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় বাংলা টাইগার্স। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৪টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে ৩৬ রান করেন সাকিব।
৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো বাংলা টাইগার্স।